Mrs. World 2022: ২১ বছর পর ভারতীয়র মাথায় মিসেস ওয়ার্ল্ডের মুকুট, কে এই সরগম কৌশল?

Dec 19, 2022, 20:29 PM IST
1/10

বিশ্বসুন্দরী সরগম

জি ২৪ ঘণ্টা ডিজিটাল: আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভারতের নাম উজ্জ্বল করলেন সরগম কৌশল।  

2/10

বিশ্বসুন্দরী সরগম

দীর্ঘ ২১ বছর পর কোনও ভারতীয় সুন্দরীর মাথায় উঠল মিসেস ওয়ার্ল্ডের মুকুট।  

3/10

বিশ্বসুন্দরী সরগম

রবিবার লস ভেগাসে বসেছিল মিসেস ওয়ার্ল্ডের আসর।  

4/10

বিশ্বসুন্দরী সরগম

সেখানেই ৬৩টি দেশের সুন্দরীদের পিছনে ফেলে সেরার সেরা হলেন মিসেস ইন্ডিয়া সরগম কৌশল।  

5/10

বিশ্বসুন্দরী সরগম

১৭ সেপ্টেম্বর ১৯৯০ সালে জম্মুতে জন্মগ্রহণ করেন সরগম।  

6/10

বিশ্বসুন্দরী সরগম

জম্মুর কনভেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়তেন তিনি। এরপর সিটি উইমেন্স কলেজ থেকে ইংরাজি সাহিত্য নিয়ে পাস করেন সরগম। এরপর জম্মু বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন সরগম কৌশল।  

7/10

বিশ্বসুন্দরী সরগম

সুন্দরী প্রতিযোগিতাতে অংশ নেওয়ার আগে তিনি ভাইজ্যাগে একটি স্কুলের শিক্ষিকা ছিলেন।  

8/10

বিশ্বসুন্দরী সরগম

মিসেস ওয়ার্ল্ড সরগমের স্বামী ভারতীয় নৌসেনার লেফটেন্যান্ট কমান্ডার আদিত্য মনোহর শর্মা।  

9/10

বিশ্বসুন্দরী সরগম

জম্মু কাশ্মীরের মেয়ে সরগম বর্তমানে থাকেন মুম্বইয়ে।            

10/10

বিশ্বসুন্দরী সরগম

সরগমের আগে ২০০১ সালে মিসেস ওয়ার্ল্ড হয়েছিলেন অদিতি গোভাত্রিকর। তার দীর্ঘ ২১ বছর পর সরগম কৌশলের মাথায় উঠল এই তাজ।