ব্যবস্থা করলেন চার্টার বিমানের, কিরঘিজস্তান থেকে ৪ হাজার পড়ুয়াকে ফেরাচ্ছেন সোনু সুদ
Jul 21, 2020, 17:17 PM IST
1/7
গরীবের 'মসিহা' বলা হয় তাঁকে। করোনা মহামারীর জেরে স্তব্ধ জনজীবনে এ রাজ্য থেকে ও রাজ্যে কিংবা ও রাজ্যে থেকে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিজেদের বাড়িতে পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা সোনু সুদ করে যাচ্ছেন, তার জন্য আপ্লুত প্রায় গোটা দেশের মানুষ
2/7
এবার দেশের গণ্ডি পেরিয়ে সোনু সাহায্য করছেন বিদেশে আটকে পড়া পড়ুয়াদেরও। সম্প্রতি সোনুকে ট্যুইট করে কিরঘিজস্তানে আটকে পড়া বিহার এবং ঝাড়খন্ডের বেশ কয়েকজন মেডিক্যাল পড়ুয়া। করোনার জেরে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করে দেওয়ায় বিদেশে তাঁরা আটকে পড়েছেন বলে জানান বলিউড অভিনেতাকে
photos
TRENDING NOW
3/7
ওই ট্যুইট দেখার পরই মাঠে নামেন সোনু সুদ। তিনি জানান, কিরঘিজস্তানে আটকে পড়া পড়ুয়ারা যেন চিন্তা না করেন। চার্টার বিমানে করে তাঁদের দেশে ফেরানো হবে বলে আশ্বাস দেন সোনু। শুধু তাই নয়, ২২ জুলাইয়ের মধ্যে ওই পড়ুয়াদের দেশে ফিরে আসতে পারবেন বলেও জানান সোনু
4/7
এরপরই সোনু সুদের টিম-এর সঙ্গে কিরঘিজস্তানে আটকে পড়া পড়ুয়াদের যোগাযোগ করতে বলেন। দেওয়া হয় নির্দিষ্ট ইমেল আইডিও। ওই ইমেল আইডিতে মেল করে, নিজেদের ফোন নম্বর সহ যাবতীয় তথ্য জানালে, টিম সোনু সুদ তাঁদেরকে কিরঘিজস্তান থেকে দেশে ফেরার ব্যবস্থা করবে বলেও জানানো হয়
5/7
জানা যাচ্ছে, কিরঘিজস্তানে আটকে পড়া ৪ হাজার পড়ুয়াকে বিশেক-বারাণসীর বিমানে করে ফেরানো হবে
6/7
২২ জুলাই প্রথম কিরঘিজস্তানের উদ্দেশে সোনুর চার্টার বিমান উড়ে যাবে বলেও জানা যাচ্ছে
7/7
কিরঘিরজস্তান থেকে পড়ুয়াদের ফেরানোর জন্য সোনু সুদ কিংবা তাঁর টিম-এর তরফে কোনও অর্থ নেওয়া হবে না বলেও বিদেশে আটকে পড়া পড়ুয়াদের আশ্বস্ত করেন বলিউড অভিনেতা