এসিতে বসে ট্যুইট করলেই পরিযায়ী শ্রমিকদের প্রতি দায়িত্ব শেষ হয় না: সোনু সুদ

May 16, 2020, 11:10 AM IST
1/7

কখনও পরিযায়ী শ্রমিকদের জন্য বাসের ব্যবস্থা করে, তাঁদের বাড়িতে পৌঁছচ্ছেন, আবার কখনও নিজের হোটেলকে কোয়ারেন্টিন সেন্টার হিসেবে গড়ে তুলতে বিমসির হাতে তুলে দিচ্ছেন। সবকিছু মিলিয়ে বর্তমানে খবরের শিরোনামে সোনু সুদ

2/7

সম্প্রতি মহারাষ্ট্র এবং কর্ণাটক সরকারের কাছে থেকে বিশেষ অনুমতি নিয়ে পরযায়ী শ্রমিকদের জন্য বাসের ব্যাবস্থা করেন সোনু সুদ। শুধু মহারাষ্ট্র বা কর্ণীটকের জন্য নয়, তাঁর সাধ্য অনুয়ায়ী তিনি অন্য রাজ্যের শ্রমিকদেরও বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানান বলিউড অভিনেতা

3/7

এসবের পাশাপাশি সোনু ২৫ হাজার পরিযায়ী শ্রমিকদের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন। রমজান মাসে যাতে অভুক্ত না থাকেন পরিযায়ী শ্রমিকরা, সেই কারণেই তাঁদের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন তিনি। তবে সবটাই করছেন ক্যামেরার আড়ালে।

4/7

এ বিষয়ে সোনু জানান, পরিযায়ী শ্রমিকদের সাহায্য করা তাঁর কর্তব্য। একজন দেশের নাগরিক হিসেবে অভুক্তদের কাছে খাবার পৌঁছে দিয়ে তাঁদের পেট ভরানোটাও তাঁর দায়িত্বের মধ্যে পড়ে বলে মন্তব্য করেন সোনু সুদ

5/7

পরিযায়ী শ্রমিকদের সুবিধা অসুবিধা নিয়ে সোনু বলেন, এসি ঘরে বসে ট্যুইট করলেই পরিযায়ী শ্রমিকদের প্রতি দায়িত্ব, কর্তব্য শেষ হয়ে যায় না। যতক্ষণ না পর্যন্ত রাস্তায় নিরন্তর হেঁটে চলা অভুক্ত মানুষের মধ্যে একজন হওয়া যায়, ততক্ষণ তাঁদের জন্য ভাবা যায় না বলেও মন্তব্য করেন দাবাং অভিনেতা

6/7

রাস্তায় বেরিয়ে যতক্ষণ না পর্যন্ত তাঁদের পাশে দাঁড়ানো যায়, ততক্ষণ তাঁরা বিশ্বাস করবেন না যে, তাঁদের পাশে কেউ রয়েছেন। কেউ তাঁদের সাহায্য করার জন্য সব সময় প্রস্তুত, এ কথা তাঁরা কোনওভাবেই বিশ্বাস করবেন না বলে জানান সোনু সুদ

7/7

সোনু আরও জানান, পরিযায়ী শ্রমিকদের জন্য কিছু করা শুরুর পরই তেকেই গুচ্ছ গুচ্ছ ইমেল পাচ্ছেন তিনি। প্রচুর মানুষ তাঁর সঙ্গে একযোগে পরিযায়ী শ্রমিকদের সাহায্য করার জন্য এগিয়ে আসতে চাইচেন বলে জানাচ্ছেন তাঁকে। ফলে এবার তাঁর মনে হচ্ছে, ওই মানুষগুলোর জন্য কিছু কাজ তিনি করতে পেরেছেন এই লকডাউনের মধ্যে। এই ভাবনাটাই তাঁর কাছে সব। এর বাইরে কিছু তিনি চান না বলে স্পষ্ট জানান সোনু সুদ