Kolkata Bookfair: হন্যে হয়ে খুঁজতে হবে না স্টল, বইমেলার অ্যাপ নামালেই কেল্লাফতে...

Kolkata Bookfair: আজ বিকেল ৪ টে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। কাল থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বইমেলা। প্রতিদিন বেলা ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে মেলা। মেলায় প্রবেশের জন্য মোট ৯  টি প্রবেশ পথ...

Jan 28, 2025, 17:15 PM IST
1/13

কলকাতা বইমেলার উদ্বোধন

Inauguration of Calcutta Book Fair

অয়ন ঘোষাল: বইমেলা মানেই বইপ্রেমীদের কাছে আনন্দমেলা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, 'মানুষ বই দিয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেঁধে দিয়েছে।' আজ থেকে শুরু হচ্ছে ৪৮ তম কলকাতা বইমেলার, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল ৪ টের সময়।

2/13

কতদিন চলবে বইমেলা?

How long will the book fair last?

কাল থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বইমেলা। প্রতিদিন বেলা ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে মেলা।

3/13

বইমেলার মোট স্টল

Total stalls of the book fair

মেলায় প্রবেশের জন্য মোট ৯  টি প্রবেশ পথ। মেলায় মোট স্টল ৬৫৫। মেলায় দৈনিক পুলিশ কর্মী দেড় হাজার।

4/13

ব্যবস্থাপণা

Management

মেলায় ৩ প্রান্তে ৩ টি ওয়াচ টাওয়ার। দমকলের গাড়ি ছাড়াও দুটি ফায়ার কমব্যাট বাইক। লিটল ম্যাগাজিনের জন্য ৩০০০ বর্গ ফুট প্যাভিলিয়ন বরাদ্দ।

5/13

বইমেলা উপলক্ষ্যে সরকারি বাসের ব্যবস্থা

Provision of government buses on the occasion of Book Fair

দৈনিক বেলা ১ টা থেকে রাত ৯ টা ২০ টি রুটে বইমেলা স্পেশাল সরকারি বাস। মেলায় আগত মানুষের জন্য চলবে অতিরিক্ত ইস্ট ওয়েস্ট মেট্রো।

6/13

IKBF অ্যাপ

IKBF App

মেলায় নিজের পছন্দের স্টল খুঁজে নিতে IKBF অ্যাপ। ৪৮ তম কলকাতা বইমেলা ঘুরে গেলেন কলকাতার নগরপাল মনোজ ভার্মা। কলকাতা পুলিসের স্টল পরিদর্শন নগরপালের।

7/13

বিশেষ চমক

Special surprise

মেলা চত্বরে নেট সংযোগ পাওয়া নিয়ে প্রতি বছরই চলে ধস্তাধস্তি। এই বছরে থাকছে বইপ্রেমীকদের জন্য একটি বিশেষ চমক, অ্যাপ হাতে থাকলে বইমেলায় যে কোনও দোকানে পৌঁছনো হয়ে যাবে খুব সহজ। 

8/13

বইলেমলার গেটের নামকরণ

Naming of Book fair Gate

এই বছরে ছোট বড় স্টল মিলিয়ে এক হাজারেরও বেশি স্টল থাকার সম্ভাবনা। অতীতের সকল নজির ছাপিয়ে যেতে পারে এই বছরের বইমেলা। বইলেমলার গেটের নামকরণ হয়েছে বাংলা, ইংরেজি প্রখ্যাত কিছু লেখকের নামে।

9/13

অ্যাপ ব্যবহার করে কীভাবে যাবেন?

How to use the app?

এই বছর আইকেবিএফ নামের একটি অ্যাপ ডাউনলোড করলে তাতে বইমেলার ভিতরের যে কোনও স্টলে যাওয়ার রাস্তা দেখতে পাওয়া যাবে। বইমেলার ম্যাপ ধরে স্টল নম্বর লক্ষ করলে খুব সহজে পৌঁছে যাওয়া যাবে নির্দিষ্ট গন্তব্যে। 

10/13

এই বছর প্রথম জার্মানি থিম

This year's first theme is Germany

এই প্রথম জার্মানিকে থিম দেশ হিসেবে পাচ্ছে কলকাতা। জার্মানি থেকেই ভাবনা এসেছিল কলকাতায় বইমেলা করার। ১৯৭৬ সালে কলকাতা বইমেলা আয়োজনের প্রথম চিন্তাভাবনা এসেছিল জার্মানির ফ্র্যাঙ্কফুট বইমেলা থেকেই।

11/13

বাদ গেল বাংলাদেশ স্টল

Bangladesh stall was left out

৪৮ বছর কেটে গেলেও কলকাতা বইমেলার থিম কান্ট্রি হিসেবে কখনও জার্মানি অংশগ্রহণ করেনি। এবার মিটল সেই আশা। কিন্তু দুঃখের বিষয় এই বছর বইমেলায় থাকছে না বাংলাদেশ। প্রায় ৩০ বছর পর ঘটছে ছন্দপতন। কলকাতা বইমেলার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছিল বাংলাদেশ ১৯৯৬ সাল থেকেই।

12/13

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন

Attend the opening ceremony

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জার্মান রাষ্ট্রদূত ডক্টর ফিলিপ আকারমান-সহ বিশিষ্ট সাহিত্যিকমণ্ডলী। এবারের বই মেলায় থাকছে প্রায় ৬৫৫টি স্টল। এই বছরের বইমেলার প্রধান গেটের নাম সলিল চৌধুরী এবং ঋত্বিক ঘটকের নামে। 

13/13

কলকাতা বইমেলা

Kolkata Book fair

সুখ-দুঃখে, ভালো-মন্দে বইই মানুষের একমাত। এক-একটা বই যেন এক-একটা জীবনের চলমান প্রতিবিম্ব। অনন্ত মানুষের অফুরন্ত জীবন নিয়েই মানুষের পরিপূর্ণ মহাজীবন; সেই মহাজীবনের মেলা বইমেলা। আজ থেকে বইপ্রেমীদের ঢল বাড়বে বইমেলাকে ঘিরে।