Voice Change: আচমকাই ভেঙে গেছে গলা! কোন কোন রোগের শঙ্কা? প্রতিকারই বা কী...
Sudden Voice Changed: স্বরনালির মসৃণতা নষ্ট হয়ে গলার স্বর নষ্ট হয়ে যায়। যাকে বলা হয়, গলার স্বর ভেঙে যাওয়া। যারা গলার স্বর অত্যাধিক পরিমাণে ব্যবহার করেন তাদের গলার স্বর বেশি ক্ষতিগ্রস্ত হয়।
1/6
গলার স্বর ভেঙে যাওয়া
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বরনালির মসৃণতা নষ্ট হয়ে গলার স্বর নষ্ট হয়ে যায়। যাকে বলা হয়, গলার স্বর ভেঙে যাওয়া। যারা গলার স্বর অত্যাধিক পরিমাণে ব্যবহার করেন তাদের গলার স্বর বেশি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া যারা অতি-উচ্চস্বরে কথা বলেন তাদের গলার স্বর নষ্ট হওয়ার আশঙ্কা বেশি থাকে। যেমন— বক্তা, কন্ডাকটর, গায়ক, শিক্ষক, উচ্চ স্বরে পড়ে এমন শিক্ষার্থীদের এই সমস্যা বেশি হয়ে থাকে। গলার স্বর পরিবর্তনের একটি বড় কারণও রয়েছে।
2/6
গলার স্বর ভেঙে যাওয়া
এক বিশেষ চিকিৎসকের মতে, কারও যদি ভোকাল কর্ডে কোনো ধরনের অসুখ হয় তাহলে গলার স্বর পরিবর্তন হতে পারে। যেমন— ভোকাল কর্ড পলিব, ভোকাল কর্ড নডিউল, ভোকাল কর্ডের কোনো ইনফেকশন। এই রোগের সব থেকে বেশি ভয়াবহ যে কারণটি রয়েছে সেটি হচ্ছে স্বরনালি ক্যানসার। যারা অধিকমাত্রায় ধুমপান করেন তাদের এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে।
photos
TRENDING NOW
3/6
গলার স্বর ভেঙে যাওয়া
4/6
গলার স্বর ভেঙে যাওয়া
5/6
গলার স্বর ভেঙে যাওয়া
6/6
গলার স্বর ভেঙে যাওয়া
photos