এদিন সকালে চেতলা ৮২ নম্বর ওয়ার্ড ঘুরে দেখেন ফিরহাদ হাকিম। জমা জল, ময়লা পরিষ্কারেও হাত লাগাতে দেখা গেল তাঁকে। এলাকারর প্রতিটি কোনায় ঢুঁ মারেন তিনি। ছবি: কমলিকা সেনগুপ্ত
photos
TRENDING NOW
3/6
তাঁর কথায়, "মানুষকে সচেতন করার জন্য উদ্যোগ নিয়েছি আমারা, একদিন বেরিয়ে আমি সব পরিষ্কার করতে পারব না। মানুষ যতক্ষণ না নিজে সচেতন হবে ততক্ষণ কিছু করা সম্ভব নয়।" ছবি: কমলিকা সেনগুপ্ত
4/6
রবিবার আরও একবার জঞ্জালমুক্ত কলকাতার বার্তা দিতে নিজের হাতেই এলাকার জঞ্জাল সাফাই করলেন মেয়র ফিরহাদ হাকিম। ছবি: কমলিকা সেনগুপ্ত
5/6
বাজারে গিয়ে বিক্রেতাদের কাছ থেকে প্লাস্টিকের প্যাকেটও নিয়ে নেন তিনি। পরিবেশ নিয়ে সচেতনও করতে দেখা গেল তাঁকে। সব মিলিয়ে প্লাস্টিকমুক্ত কলকাতা, জঞ্জালমুক্ত কলকাতা সর্বপরি দূষণমুক্ত কলকাতার বার্তাই এদিন দিলেন তিনি। ছবি: কমলিকা সেনগুপ্ত
6/6
এলাকার যেখানে জমা ময়লা তড়িঘড়ি পরিষ্কারেরও নির্দেশও দেন মেয়র। ছবি: কমলিকা সেনগুপ্ত