1/6
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/24/270906-rea-sup-finaal.jpg)
সুশান্তের উপর কালো জাদুর প্রভাব খাটাতেন রিয়া চক্রবর্তী। প্রয়াত অভিনেতা দিদি সম্প্রতি এমনই দাবি করেন। এমনকী সুশান্তের মৃত্যুর পর মুম্বই পুলিসের জিজ্ঞাসাবাদের সময় প্রয়াত অভিনেতার ব্যান্দ্রার কেপরি হাইটসের ফ্ল্যাট ভূতুড়ে ছিল বলে দাবি করেন রিয়া নিজে। সেই কারণেই কেপরি হাইটসের ফ্ল্যাট ছেড়ে চার্টার রোডের ওই অ্যাপার্টমেন্টে সুশান্ত চলে আসেন বলে দাবি করেন অভিনেত্রী
2/6
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/24/270905-rea-sup6.jpg)
photos
TRENDING NOW
3/6
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/24/270904-rea-sup4.jpg)
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাতকারে সুশান্ত, রিয়ার ওই বন্ধু দাবি করেন, প্রয়াত অভিনেতার মনে ভূত, প্রেত-সহ অতিপ্রাকৃত শক্তি সম্পর্কে চিন্তাভাবনার প্রবেশ করিয়েছিলেন রিয়া। তিনিই সুশান্তকে আলটপকা বিষয়ে বিশ্বাস করানোর চেষ্টা করতেন বলে দাবি করেন ওই বন্ধু। শুধু তাই নয়, সুশান্ত, রিয়ার সঙ্গে প্রায়শই তিনি পার্টিতে হাজির হতেন অভিনেতার ব্যান্দ্রার ফ্ল্যাটে। সেখানে ওই দুজনের সম্পর্ক বং তাঁদের কথাবর্তা শুনে কোথাও তাঁর খটকা লাগত বলেও দাবি করেন বলিউডের এই প্রাক্তন জুটির ঘনিষ্ঠ বন্ধু
4/6
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/24/270903-rea-sup3.jpg)
এসবের পাশাপাশি সুশান্তের কেরিয়ার, টাকাপয়সা-সহ একাধিক বিষয় নিয়ে মুখ খোলেন অভিনেতার বন্ধু। তিনি বলেন, সুশান্তের জীবনে রিয়া হাজির হওয়ার পর থেকে তিনিই সবটা নিয়ন্ত্রণ করতেন। এমনকী, টাকাপয়সার ছোটখাট বিষয় নিয়ে মাথা ঘামাতেন না সুশান্ত। সবকিছু নিজের নিয়ন্ত্রণে ওই সময় থেকেই রাখতে শুরু করেন রিয়া চক্রবর্তী। এমনকী, সুশান্ত কোন সিনেমায় অভিনয় করবেন, সে বিষয়েও রিয়াই নিজের মতামত তাঁর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেন বলেও জানানো হয়।
5/6
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/24/270902-rea-sup2.jpg)
6/6
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/24/270901-rea-sup1.jpg)
photos