1/8
photos
TRENDING NOW
3/8
4/8
5/8
সূত্রের খবর, অমিত শাহের সঙ্গে বাংলার আইনশৃঙ্ঘলা পরিস্থিতি নিয়ে কথা বলেন শুভেন্দু। বৈঠকের পর শুভেন্দু বলেন, 'সিএএ চালু হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার ও জেলাশাসকদের কোনও ভূমিকা থাকবে না। ২ কোটির বেশি বাংলাদেশি শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে তাঁদের এক কাপড়ে পালিয়ে আসতে হয়েছে। তারা সম নাগরিকত্বের সুযোগ পাবে। ভারত সরকার করবে'।
6/8
7/8
উপ রাষ্ট্রপতি হওয়ার আগে বাংলার রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়। শুভেন্দু বলেন, 'জগদীপ ধনখড়ের সঙ্গে সৌজন্য় সাক্ষাৎ ছিল। বাংলার সঙ্গে তাঁর ভালো সম্পর্ক, সবাই জানেন। একুশের ভোটে পর যখন বাংলার একে পর এক ঘটনা ঘটছিল, তখন সংবিধান ও বাংলার মানুষকে রক্ষা করার জন্য অনেক কাজ করেছেন। যখন দিল্লি আসি, ওর সঙ্গে দেখা করি'।
8/8
photos