'হিন্দু বিরোধী' হয়ে হিন্দুমতে গৃহপ্রবেশ? নেটিজেনদের ট্রোলের মুখে কী বললেন Swara Bhasker?

Aug 27, 2021, 22:05 PM IST
1/5

স্বরার নতুন বাড়িতে গৃহপ্রবেশ

Swara Bhaskar new home and puja

আড়াই বছরের পুরনো বাড়িকেই নতুনভাবে সাজিয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কার। সম্প্রতি সেই বাড়ির গৃহপ্রবেশের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বরা। সনাতন রীতি মেনে পুজো করিয়েই  বাড়িতে ঢুকেছেন তিনি। 

2/5

হিন্দু রীতিতে পুজো করে ট্রোল হলেন স্বরা

Swara Bhaskar trolled for following hindu rituals

গৃহপ্রবেশ ও পূজাপাঠের ছবি স্বরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই শুরু হয়ে যায় ট্রোলিং। কিছু নেটিজেনের প্রশ্ন, ''যিনি কিনা তালিবান সন্ত্রাসের সঙ্গে  'হিন্দুত্ব সন্ত্রাসের' তুলনা টেনে ছিলেন তারই এই ভোলবদল?''

3/5

গৃহপ্রবেশ নিয়ে স্বরার পোস্ট

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swara Bhasker (@reallyswara)

স্বরা ভাস্কার যে ছবি পোস্ট করেছেন তাতে গৃহের মঙ্গলকামনায় তাঁকে গণেশ পুজো করতে দেখা গিয়েছে।পুজোর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে স্বরা লিখেছেন, ''পুজোয় অংশ নিয়ে নিজেকে পবিত্র মনে হচ্ছে। ''

4/5

লজ্জায় জিভ কাটলেন স্বরা!

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swara Bhasker (@reallyswara)

প্রসঙ্গত, স্বরা গৃহপ্রবেশের যে ছবি পোস্ট করেছেন, তাতে তাঁকে পুজো ছাড়াও যজ্ঞে অংশ নিতে দেখা গিয়েছে। শাড়ি পরে মাথায় ঘোমটা টেনে নতুন বাড়িতে প্রবেশ করেছেন অভিনেত্রী। ছবিতে অবশ্য স্বরাকে লজ্জায় জিভ কাটতেও দেখা গিয়েছে। 

5/5

তবে হিন্দু রীতিতে গৃহপ্রবেশ নিয়ে ট্রোলের মুখে স্বরা ফের টুইটারে লিখেছেন, ''আমি হিন্দু দেবতাদের কাছে প্রার্থনা করছি তবে দলিত বা মুসলমানদের হত্যার পক্ষপাতী নই। এখনও বৈষম্য চর্চায় বিশ্বাস করি না। এখনও সামাজিক ন্যায়বিচার, স্বাধীনতা এবং সমতায় বিশ্বাস করি। অন্যায়, ঘৃণা ও গোঁড়ামির বিরুদ্ধে আমি আওয়াজ তুলতে পারে। আশ্চর্যজনকভাবে, এটা সম্ভব!''