Team India: Covid-এর হানার মধ্যেও নতুন বছরে কেমন হল Virat Kohli-Rohit Sharma-দের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি?
চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও ১১টি টেস্ট, ১৭টি টি-টোয়েন্টি ও ১৭টি একদিনের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।
নিজস্ব প্রতিবেদন: ২০২১ সাল অনবদ্য পারফর্ম করেছে ভারতীয় দল (Team India)। তবে সেটা টেস্টের ক্ষেত্রে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে লিগ পর্ব থেকেই বিদায় নিয়েছে বিরাট কোহলির দল। তবে ২০২২ সালেও রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। এছাড়া দেশে-বিদেশে রয়েছে একাধিক সিরিজ। দেশজুড়ে ফের একবার কোভিড আতঙ্ক বাড়িয়েছে। সেক্ষেত্রে ঘরের মাঠে কতগুলো সিরিজ আয়োজন করা যাবে, সেটা নিয়ে সন্দেহ থেকেই যায়। তবুও দেখে নিন ২০২২ সালে 'মেন ইন ব্লু' ব্রিগেডের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি।
দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট জয় দিয়ে ২০২১ সালকে বিদায় জানিয়েছে ভারত। আন্তর্জাতিক ক্রিকেটের চার প্রবল শক্তিরধর দেশ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা যাদের একত্রে বলা হয়ে থাকে 'সেনা', তাদের সকলের বিরুদ্ধেই উড়েছে বিজয় পতাকা। নতুন বছরেও একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হবে ভারতীয় ক্রিকেট দল। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও ১১টি টেস্ট, ১৭টি টি-টোয়েন্টি ও ১৭টি একদিনের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। নতুন বছরে দেখে নিন ভারতীয় দলের ক্রিকেট ক্যালেন্ডার।