আপনার নিজস্ব রুম। সেখানে থাকবেন কেবল আপনার পছন্দের বন্ধুরা অথবা পরিবারের সদস্যরা। আড্ডা দিন বা সেরে ফেলুন কাজকর্ম। এমনই নতুন ফিচার শেষ আপডেটে যোগ করেছে ফেসবুক।
2/5
মঙ্গলবার থেকে ভারতে বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীর কাছে পৌঁছে গিয়েছে এই আপডেট। আর তারপর থেকেই হঠাত্ এই ফিচার ঘিরে তৈরি হয়েছে কৌতুহল।
photos
TRENDING NOW
3/5
অনেকটা জুম অ্যাপের মতোই কাজ করবে এই ফিচার। থাকতে হবে মেসেঞ্জার অ্যাপও। ক্রিয়েট রুমে গিয়ে আপনার পছন্দের বন্ধুদের ইনভাইট করতে পারবেন রুমে। আর তারপর সেখানেই করা যাবে গ্রুপ ভিডিয়ো কল।
4/5
তবে এখানে জানিয়ে রাখি, এতে এন্ড টু এন্ড এনক্রিপশন আছে কিনা সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি আপডেটে। তাই অতি গোপন গুরুত্বপূর্ণ তথ্য এখানে শেয়ার না করাই ভাল।
5/5
একদিকে করোনা পরিস্থিতিতে সকলেই সিংহভাগ সময় গৃহবন্দি। অন্যদিকে জুম অ্যাপের বিকল্প হিসাবে এই ফিচার ভারতীয় বাজারে আনল ফেসবুক। যদিও গত বছর মে মাসেই প্রথম ফেসবুকের এই আপডেটের খবর পাওয়া গিয়েছিল।