1/5
কেমন থাকবে আজকের আবহাওয়া
![কেমন থাকবে আজকের আবহাওয়া weather today](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/02/02/363489-winter-victoria.jpg)
2/5
কলকাতার তাপমাত্রা
![কলকাতার তাপমাত্রা kolkata weather](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/02/02/363488-winter-maidan.jpg)
photos
TRENDING NOW
3/5
দক্ষিনবঙ্গের আবহাওয়া
![দক্ষিনবঙ্গের আবহাওয়া weather in south bengal](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/02/02/363487-winter-highrise.jpg)
দক্ষিনবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। রাতের তাপমাত্রা আরও বাড়বে। সকালের দিকে ঘন কুয়াশার দাপট থাকবে বেশ কয়েকটি জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে। বাকি জেলায় হালকা মাঝারি কুয়াশা দেখা যাবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবংমুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া তে। শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মেঘলা আকাশ থাকবে এবং সকালের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেলা বাড়লে পরিস্থিতির উন্নতি হতে পারে।
4/5
উত্তরবঙ্গের আবহাওয়া
![উত্তরবঙ্গের আবহাওয়া temperature of north bengal](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/02/02/363486-rain-in-winter-5.jpg)
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার হালকা বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্র ও শনিবার উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা দুটোই বাড়বে। আগামী কয়েকদিনে দার্জিলিংয়ের উপরের দিকে হালকা তুষারপাত অথবা গ্রাউন্ড ফ্রস্ট হতে পারে। শুক্র ও শনিবার পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা রয়েছে।
5/5
ভিন রাজ্যের আবহাওয়া
![ভিন রাজ্যের আবহাওয়া weather in other states](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/02/02/363485-rain-in-winter-1.jpg)
উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তনের ফলে বৃষ্টি শুরু হবে। পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, রাজস্থান, উত্তর প্রদেশ সহ অন্যান্য রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, জম্মু কাশ্মীরের লাদাখ, সহ অন্যান্য অঞ্চলে। অরুণাচল প্রদেশ ও সিকিমেও তুষারপাতের সম্ভাবনা শুক্রবার।
photos