অ্যান্ড্রোমেডার সঙ্গে ধাক্কা মিল্কি ওয়ের! কী হবে এ পৃথিবীর? ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে পড়বে?

Andromeda Galaxy | Milky Way: আমাদের মিল্কি ওয়ের সব থেকে কাছের ছায়াপথ অ্যান্ড্রোমেডা। আকাশ পরিষ্কার থাকলে এই ছায়াপথটিকে খালি চোখে দেখতে পাওয়া যায়।

| Feb 08, 2024, 17:39 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছায়াপথ তো অনেক আছে। কিন্তু অ্যান্ড্রোমেডা নিয়ে বিজ্ঞানী থেকে সাধারণ মানুষ-- সকলের এত কৌতূহল কেন? একটিই কারণ, এটিই আমাদের মিল্কি ওয়ের সব থেকে কাছের ছায়াপথ এবং আকাশ পরিষ্কার থাকলে একমাত্র এই ছায়াপথটিকেই আমরা খালি চোখে দেখতে পারি। 

1/7

অ্যানড্রোমেডা গ্যালাক্সি

অ্যানড্রোমেডা গ্যালাক্সি আমাদের মিল্কি ওয়ের সব থেকে কাছের গ্যালাক্সি। ২ লক্ষ আলোকবর্ষের ব্যাসার্ধ জুড়ে এর অবস্থান। 

2/7

কৌতূহল

তবে সম্প্রতি একে নিয়ে ভিন্ন কারণেও চরম কৌতূহল তৈরি হয়েছে। 

3/7

চিনা বিজ্ঞানী

সম্প্রতি একদল চিনা বিজ্ঞানী সম্পূর্ণ নতুন এক তথ্য আবিষ্কার করেছেন। এজন্য 'মেসিয়ার ৩১' (এম৩১) নামের একটা বিস্তারিত ক্যাটালগও তৈরি করেছেন তাঁরা।

4/7

ধেয়ে আসছে...

অ্যান্ড্রোমেডা প্রবল গতিতে ঘুরতে-ঘুরতে এগিয়ে আসছে আমাদের মিল্কি ওয়ের দিকে! 

5/7

আলোকবর্ষ দূরে

কী হবে তাতে? মিল্কি ওয়ের সঙ্গে ধাক্কা লাগবে অ্যান্ড্রোমেডার। কতটুকুই-বা দূরত্ব? ২.৫ মিলিয়ন আলোকবর্ষ দূরে! 

6/7

প্রবল গতিতে

জানা গিয়েছে, 'মাস' বা বস্তুগত পরিমাণের দিক থেকে অ্যান্ড্রোমেডা আমাদের সূর্যের চেয়ে ১.১৪ ট্রিলিয়ন গুণ ভারী! প্রবল গতিতে ঘুরছে। 

7/7

হাবল স্পেস টেলিস্কোপ-ইমেজ

হাবল স্পেস টেলিস্কোপ অ্যান্ড্রোমেডার ৭,৪০০ টি ছবি তুলেছে। এসব দিয়ে তৈরি হয়েছে একটি মোজেইক ইমেজ। যে-ছবি থেকে অ্যান্ড্রোমেডার অনেক নতুন পরিচয় পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, সামগ্রিক ভাবে অ্যান্ড্রোমেডা নিয়ে গবেষণার ফলাফল গ্যালাক্টিক ডায়নামিকস নিয়ে নানা নতুন তথ্য আবিষ্কার করেছে।