৫৫২ ক্যারেটের পীতাভ হিরে, হাতে পেয়েও বিশ্বাস হচ্ছে না শ্রমিকদের

Dec 16, 2018, 17:52 PM IST
1/8

৫৫২ ক্যারেটের পীতাভ হিরে

Diamond_1

ওজন প্রায় ৫৫২ ক্যারেট। পীতাভ এবড়ো-খেবড়ো ডিম্বাকার হিরেটি দেখে এখনও বিস্ময় কাটছে না আবিষ্কারকদের। এটি সত্যিই তো!

2/8

৫৫২ ক্যারেটের পীতাভ হিরে

Diamond_2

উত্তর কানাডার ডিয়াভিক ডায়মন্ড খনি থেকে উদ্ধার হল এমনই একটি হিরে। মনে করা হচ্ছে এ শতাব্দীর সপ্তম বৃহত্তম হিরে এটি।

3/8

৫৫২ ক্যারেটের পীতাভ হিরে

Diamond_3

 অক্টোবরে এই হিরে খণ্ডটি উদ্ধার করে কানাডার খননকারী সংস্থা ডমিনিয়ন ডায়মন্ড মাইন্স। গত বৃহস্পতিবার হিরেটিকে প্রকাশ্যে আনা হয়।

4/8

৫৫২ ক্যারেটের পীতাভ হিরে

Diamond_4

ব্লুমবার্গ সংবাদমাধ্যম জানাচ্ছে, এই হিরেটি মুরগির ডিমের মতো। 

5/8

৫৫২ ক্যারেটের পীতাভ হিরে

Diamond_5

খননকারী সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, এই হিরেটি এতটাই এবড়ো-খেবড়ো, তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে রীতমতো হিমশিম খেতে হয় শ্রমিকদের।

6/8

৫৫২ ক্যারেটের পীতাভ হিরে

Diamond_6

ডিয়াভিক খনি থেকে এর আগেও বড় আকারে হিরের খোঁজ মেলে। রিও টিন্টো গ্রুপ প্রায় ১৮৭ ক্যারেট সাইজের হিরে উদ্ধার করে।

7/8

৫৫২ ক্যারেটের পীতাভ হিরে

Diamond_7

২০১৫ সালে বোস্টওয়ানা খনি থেকে পাওয়া যায় ১১১১ ক্যারেটের হিরে। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিরে বলে মনে করা হয়।

8/8

৫৫২ ক্যারেটের পীতাভ হিরে

Diamond_

উল্লেখ্য, ডিয়াভিক ডায়মন্ড খনির ৪০ শতাংশ সত্ত্ব রয়েছে কানাডার ডমিনিয়ন ডায়মন্ড মাইন্সের।