Bird of Paradise: পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি! অন্যান্য পাখিকে রূপে-গুনে গোল দিতে পারে একাই...

Bird of Paradise: স্বর্গের পাখি শুধু প্রকৃতিক সৌন্দর্যের জন্য বিস্ময়কর পাখি নয়, এদের সৌন্দর্যের পাশাপাশি এদের অভিনব প্রেম নিবেদনের কায়দা তাক লাগাতে পারে যে কাউকে...

Feb 13, 2025, 13:51 PM IST
1/14

পাপুয়া নিউ গিনির বিষ্ময়

The wonders of Papua New Guinea

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পৃথিবীতে কত কিই না আছে যার সম্বন্ধে আমাদের ধারণাই নেই। পাপুয়া নিউ গিনির গভীর রেইনফরেস্টে আছে এমনই এক পাখি যাকে দেখলেই মুগ্ধ হবে যে কেউ। প্রকৃতির বিষ্ময় সেই পাখি, তাদের রঙিন ঝলমলে পালকের জন্য। 

2/14

বিষ্ময়কর পাখি

Surprising Bird

এই বিষ্ময়কর পাখির বিষ্ময়ে বিভোর হয়ে যেতে পারেন যে কেউ। তাদের শুধু অপরূপ রূপে নয়, তাদের প্রেম নিবেদনেও দারুণ নাটকীয়তা। তাদের নাচ, সুর এবং অসাধারণ অঙ্গভঙ্গি দেখে মুগ্ধ হতে পারেন আপনিও।

3/14

পাখির নাম

Bird's name

এই পাখি সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় জঙ্গলে, পাহাড়ি বনভূমিতে ও ম্যানগ্রোভ বনে বসবাস করে। এই পাখি সকলের কাছে প্যারাডিসায়েডাই (Paradisaeidae) নামে পরিচিত। এই পরিবারে রয়েছে ৪৫টি অনন্য প্রজাতি। এরা সাধারণত জঙ্গলের ফল ও ছোটখাটো পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। 

4/14

খুঁতখুঁতে স্বভাবের পাখি

A bird of meticulous nature

সকল পাখির থেকে এই পাখি অত্যন্ত সাজানো গোছানো পাখি। এই প্রজাতির স্ত্রী পাখিরা খুবই খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকে। এই কারণে  স্ত্রী পাখিকে পাওয়ার জন্য পুরুষ পখিদের খুবই কষ্ট করতে হয়।

5/14

বেঁচে থাকাটাই চ্যালেঞ্জ

Survival is the challenge

এই পাখির ঝলমলে পালক থাকার কারণে এরা খুব সহজেই শিকারীদের চোখে পড়ে যায়। এছাড়াও এদের অনেক পালক থাকার কারণে এরা বেশি দূর উড়তে পারে না।

6/14

রঙের কারসাজি

Colour manipulation

এই পাখির সাধারণত গায়ের রঙ লাল, কমলা, হলুদ হয়ে থাকে এবং এদের নীল, সবুজ, বেগুনি রঙের পালক হওয়ার কারণে অত্যন্ত সুন্দর দেখতে হয়।

7/14

সংকরজাত পাখি

 hybrid bird

স্ত্রী পাখিরা সঙ্গী বাছাইয়ের জন্য অত্যন্ত কঠোর হয়। এই পাখির ক্ষেত্রে বিভিন্ন প্রজাতির মধ্যে সংকরায়ন খুবই স্বাভাবিক ব্যপার। এমনি ভিন্ন গোত্রের পাখিরাও পরস্পরের সঙ্গে সংকর জাত তৈরি করতে পারে।

8/14

নাটকীয় প্রেম নিবেদন

Dramatic love offering

স্ত্রী পাখির মন জয় করতে পুরুষদের নাচ, গান ও নানা কসরত করতে হয়। কেউ কেউ যেমন অদ্ভুত শব্দ করে স্ত্রী পাখিদের মন জয় করে তেমনি কেউ কেউ আবার পালক দিয়ে বিশেষ অঙ্গাভঙ্গী করে স্ত্রী পাখিদের আকৃষ্ঠ করার চেষ্টা করে।

9/14

সুরের জাদু

The magic of sound

কিছু কিছু স্বর্গের পাখি তাদের পালক দিয়ে অদ্ভুত শব্দ সৃষ্টি করতে পারে। রাইফেলবার্ড (Ptiloris) ও সুপার্ব বার্ড-অফ-প্যারাডাইস (Lophorina superba) প্রেম নিবেদনের সময় বাতাসে বিশেষ ধরনের শব্দের সৃষ্টি করে।

10/14

সবাই সুন্দর নয়

Not everyone is beautiful

বেশিরভাগ স্বর্গের পাখি পুরুষ ও স্ত্রী সদস্যকে দেখতে সম্পূর্ণ আলাদা হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এর পরিবর্তনও হয়। প্যারাডাইস-ক্রো (Lycocorax) এবং ম্যানুকোড (Manucodia) প্রজাতির পুরুষ ও স্ত্রীদের দেখতে প্রায় একই রকম হয়।

11/14

বড় হতে অনেক সময় লাগে

It takes a long time to grow up

পুরুষ পাখিদের বড়ো হয়ে উঠতে ৭ বছর সময় লাগে। ছোটবেলায় তারা বাদামী ও সাধারণ রঙের দেখতে হয় এরফলে তারা শিকারীর হাত থেকে বেঁচে অত্যন্ত নিরাপদে বেড়ে উঠতে পারে।

12/14

ইউরোপীয়দের ভাবনা

 European thought

প্রথমবার স্বর্গের পাখির নমুনা ইউরোপীয়দের দেখানোর জন্য ইউরোপে আনা হয়। কিন্তু তাদের পা ও ডানা কেটে ফেলেছিল তারা ঘরের সাজসজ্জার জন্য। 

13/14

পালকগুলি খুব মূল্যবান

Feathers are very valuable

এই পাখির পালক দিয়ে পাপুয়া নিউ গিনির আদিবাসীরা দীর্ঘকাল ধরে ঐতিহ্যবাহী পোশাকে তৈরী করে আসছে। ইউরোপীয় পোশাকেও একসময় এই পাখির পালক প্রচুর পরিমাণে ব্যবহার হতো, যার ফলে বর্তমানে অনেক প্রজাতি বিপন্ন হয়ে পড়েছে।  

14/14

শিকার কমছে

Hunting is decreasing

এই পাখি বন্য প্রেমীদের নজরে আসায় বর্তমানে শিকার কমেছে অনেকটাই। এদের দেখতে নিউ গিনির জঙ্গলে আসছে প্রচুর মানুষ। তাই অর্থনীতিকে চাঙ্গা করতে প্রশাসনের নজরে এসেছে এই পাখি।