Abhishek Banerjee: অভিষেকের ফেসবুক পেজে তথ্যবিকৃতি! ঢুকেছে অন্য কেউ! মেটাকে কড়া চিঠি...

Abhishek Banerjee: ফেসবুক 'বায়ো' থেকে দলের নাম গায়েব হতেই তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।   

Feb 13, 2025, 13:26 PM IST
1/6

অভিষেকের ফেসবুক পেজে তথ্যবিকৃতি!

 Abhishek Banerjee legal notice to META

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ। কারণ দিন দুয়েক আগেই অভিষেকের ফেসবুক পেজের 'বায়ো' থেকে তথ্য গায়েব দেখা যায়! 

2/6

অভিষেকের ফেসবুক পেজে তথ্যবিকৃতি!

 Abhishek Banerjee legal notice to META

দেখা যায়, দলের নামের উল্লেখ নেই বায়োতে। কিন্তু এক্স-হ্যান্ডেলে কোনও পরিবর্তন নেই। 

3/6

অভিষেকের ফেসবুক পেজে তথ্যবিকৃতি!

 Abhishek Banerjee legal notice to META

এই দেখে সন্দেহ হওয়াতেই বুধবার মেটা-র কাছে নালিশ জানান অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু। এরপর বৃহস্পতিবার দেখা যায়, 'বায়ো'তে আবার তথ্য ফেরত এসেছে।   

4/6

অভিষেকের ফেসবুক পেজে তথ্যবিকৃতি!

 Abhishek Banerjee legal notice to META

'বায়োতে' সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশাপাশি তৃণমূল কংগ্রেস দলের নামেরও উল্লেখ রয়েছে। খুব স্বাভাবিকভাবেই ফেসবুক 'বায়ো' থেকে দলের নাম গায়েব হতেই তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।   

5/6

অভিষেকের ফেসবুক পেজে তথ্যবিকৃতি!

 Abhishek Banerjee legal notice to META

মেটার কাছে অভিষেকের ফেসবুক পেজে 'অবাঞ্ছিত গতিবিধি'-রও উল্লেখ করেছেন আইনজীবী সঞ্জয় বসু। 

6/6

অভিষেকের ফেসবুক পেজে তথ্যবিকৃতি!

Abhishek Banerjee legal notice to META

সোশাল মিডিয়ায় তথ্যবিকৃতির অভিযোগে মেটাকে পাঠানো লিগ্যাল নোটিসে ৭ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে ফেসবুক কর্তৃপক্ষকে। নাহলে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ করা হবে বলেও নোটিসে জানানো হয়েছে।