Gold Price Hike: বুধে কমেও লক্ষ্মীবারে আরও দামি সোনা! গয়না তৈরিতে কত খরচ হবে আজ?

Gold-Silver Price in Kolkata:  যে হারে সোনার দাম বাড়ছে তাতে বেশ চিন্তায় মধ্যবিত্ত ৷ সম্প্রতি ৮০ হাজার টাকার বেশি হয়ে গিয়েছে সোনার দাম ৷ আগামী দিনে আরও দাম বাড়তে পারে বলে অনেকেই মনে করছেন ৷

Feb 13, 2025, 12:22 PM IST
1/5

সোনার দামে বিরাট পরিবর্তন

Gold Price Hike

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একটানা সোনার দাম ঊর্ধ্বমুখী। বুধবার কমলেও বৃহস্পতিবার ফের বেড়ে গেল সোনার দাম। কিনতে কত খরচ হবে আজ ? জেনে নিন আজকের দর। 

2/5

সোনার দামে বিরাট পরিবর্তন

Gold Price Hike

বৃহস্পতিবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭৯,৩৯০ টাকা।  ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮৬,৬৬০ টাকা। 

3/5

সোনার দামে বিরাট পরিবর্তন

Gold Price Hike

দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭৯,৫৪০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮৬,৮১০ টাকা। 

4/5

সোনার দামে বিরাট পরিবর্তন

Gold Price Hike

রুপোর দাম আজ অপরিবর্তিতই রয়েছে। ১০০ গ্রাম রুপো কিনতে খরচ হবে ৯ হাজার ৯৫০ টাকা। ১ কেজি রুপোর দাম পড়বে ৯৯ হাজার ৫০০ টাকা।

5/5

সোনার দামে বিরাট পরিবর্তন

Gold Price Hike

২২ ক্যারাট সোনা দিয়েই তৈরি হয় গয়না। আর ১৮ ক্যারাটের সোনার ব্যবহার হয় মূলত হিরে বা পাথর সেটিংয়ের গয়না তৈরিতে। যত বেশি খাদ, তত কম ক্যারাট।