Gold Hallmark: ঊর্ধ্বমুখী সোনার দাম, এর মধ্যেই বদলে গেল হলমার্কের সিস্টেম..
Hallmark Unique Identification: আগে থাকত ৪টি সংখ্যা, মানে ৪টি ডিজিট; এবার থেকে হবে ৬টি ডিজিট। গোল্ড হলমার্কের কথা বলা হচ্ছে। আজ, ১ এপ্রিল থেকেই বদলে যাচ্ছে গোল্ড হলমার্কের সিস্টেম। আরও বেশি কাস্টমার-ফ্রেন্ডলি হতে চলেছে নতুন এই সিস্টেম।
অয়ন ঘোষাল: আগে থাকত ৪টি সংখ্যা, মানে ৪টি ডিজিট; এবার থেকে এটি হবে ৬টি ডিজিট। গোল্ড হলমার্কের কথা বলা হচ্ছে। ১ এপ্রিল থেকেই বদলে গেল গোল্ড হলমার্কের সিস্টেম। এর ফলে সম্ভবত আরও বেশি কাস্টমার-ফ্রেন্ডলি হতে চলেছে সোনার গয়নার কেনাবেচা। সোনার হলমার্ক সিস্টেম আজ থেকে পাল্টে আগের চিহ্ন-সহ চার সংখ্যার ডিজিটের জায়গায় তা ৬ ডিজিটের এক নিউম্যারিক্যাল নম্বর হচ্ছে। নতুন এই ব্যবস্থায় সোনার গয়নার ক্রেতাদের কি কিছু সুবিধা হবে, নাকি অসুবিধার মুখোমুখি হতে হবে তাঁদের?
1/6
মোবাইল অ্যাপে
![মোবাইল অ্যাপে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/04/01/413920-gold-1.png)
2/6
নতুন হলমার্ক
![নতুন হলমার্ক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/04/01/413919-gold-2.png)
photos
TRENDING NOW
3/6
Bureau of Indian Standard
![Bureau of Indian Standard](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/04/01/413918-gold-3.png)
4/6
সামান্য অর্থ খরচ করেই...
![সামান্য অর্থ খরচ করেই...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/04/01/413917-gold-4.png)
সামগ্রিক ভাবে এর ফলে গয়নার কেনাবেচায় স্বচ্ছতা বাড়ল। যদি কেউ নিজের আগের গয়না (পুরনো হলমার্কযুক্ত) গয়নার এই নতুন হলমার্ক পদ্ধতিতে যাচাই করিয়ে নিতে চান বা নতুন হলমার্ক বসাতে চান, তবে নির্ধারত মূল্য খরচ করলেই সেটা করা যাবে। অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি কাউন্সিলে'র ডিরেক্টর সমর দে জানাচ্ছেন, অদূর ভবিষ্যতে এই নতুন হলমার্কেই গয়নার রিসেল ভ্যালু নির্ধারিত হতে চলেছে। ফলে এর পর থেকে সকলকেই তাঁদের পুরনো গয়নায় নতুন হলমার্ক বসিয়ে নিতে হবে। এজন্য মোট ৫১ টাকা খরচ পড়বে। পুরনো গয়নায় নতুন হলমার্ক বসাতে পড়বে ৪৫ টাকা, সঙ্গে ৬ টাকা জিএসটি। এর অর্থ, এবার থেকে ৫১ টাকা খরচ করে যে কোনও সালের, যে কোনো ওজনের পুরনো গয়নায় নতুন হলমার্কিং করিয়ে নিতে পারবেন সাধারণ মানুষ।
5/6
৩০ জুন পর্যন্ত সময়ের মধ্যে
![৩০ জুন পর্যন্ত সময়ের মধ্যে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/04/01/413916-gold-5.png)
6/6
সোনার খাঁটিত্ব যাচাই
![সোনার খাঁটিত্ব যাচাই](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/04/01/413915-gold-6.png)
photos