School Car Accident: ভয়ংকর! নিয়ন্ত্রণ হারিয়ে ৬ কচিকাঁচাকে নিয়ে উল্টে গেল স্কুলগাড়ি...

South 24 Paragana: দুর্ঘটনার কবলে স্কুল গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে ৬ ছাত্রকে নিয়ে উল্টে যায় গাড়িটি।

Feb 08, 2025, 15:32 PM IST
1/6

নকিব উদ্দিন গাজী: দুর্ঘটনার কবলে স্কুল গাড়ি। ঘটনার সময় গাড়িতে কচিকাঁচারাও উপস্থিত ছিল।

2/6

জানা গিয়েছে, ডায়মণ্ড হারবারের একটি ইংলিশ মিডিয়ামের স্কুলের গাড়ির দুর্ঘটনা ঘটে।  

3/6

উস্তি থানার সরবেড়িয়ার কাছে স্কুল ছুটি হয়ে যাওয়ার পর ছাত্রদেরকে নিয়ে স্কুল গাড়ি রায়দিঘির দিকে যাচ্ছিল।

4/6

সরবেড়িয়ার কাছে একটি টোটো আসে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল গাড়িটি উল্টে যায়। 

5/6

ওই স্কুল গাড়ির মধ্যে থাকা ৬ জন ছাত্র গুরুতর জখম হয়। 

6/6

ঘটনাস্থলে উস্তি থানার পুলিস। ছাত্রদের জখম অবস্থায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।