Weather Today: বাড়ছে তাপমাত্রা, শুরু শীতের বিদায়

Feb 17, 2022, 07:19 AM IST
1/5

থাকছে না শীত

temperature

শুরু হয়য়ে গেল শীতের বিদায় পর্ব। বাড়তে শুরু করল তাপমাত্রা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা এই সপ্তাহের শেষে ৪/৫ ডিগ্রী বেড়ে যেতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। 

2/5

কলকাতার আবহাওয়া

weather in kolkata

কলকাতায় সকালে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ দেখা যাবে। রাতের তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি থেকে রাতারাতি ২ ডিগ্রি বেড়ে ১৬.৫ ডিগ্রি। দিনের তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি থেকে বেড়ে ২৭.১ ডিগ্রি। দুপুরে শীতের আমেজ উধাও। রাতেও শীতের আমেজ আজ রাত থেকে ধীরে ধীরে কমবে। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ।বৃষ্টিপাত হয়নি।

3/5

উত্তরবঙ্গের তাপমাত্রা

weather of north bengal

উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও কাল দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

4/5

দক্ষিনবঙ্গের তাপমাত্রা

weather of south bengal

দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ দেখা যাবে। শীতের আমেজ ধীরে ধীরে কমবে। কলকাতা ও শহরতলিতে দিনের বেলায় শীতের আমেজ উধাও হবে। যদিও পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ আরও কয়েকটা দিন থাকবে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। শীতের বিদায় পর্ব শুরু।

5/5

দেশের আবহাওয়া

weather of the country

পশ্চিমী ঝঞ্ঝার জেরে তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। শুক্রবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের শুক্র থেকে সোমবার পর্যন্ত আবহাওয়ার পরিবর্তন হবে। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।