Afghanistan Legend To Retire: যুদ্ধবিধ্বস্ত ক্রিকেটীয় দেশের কিংবদন্তি তিনি, জানালেন কোন টুর্নামেন্টের পরেই অবসর!

This Afghanistan Legend To Retire After Champions Trophy 2025: যুদ্ধবিধ্বস্ত ক্রিকেটীয় দেশের অন্য়তম কিংবদন্তি তিনি, জানিয়ে দিলেন কোন টুর্নামেন্টের পর তাঁর অবসর!  

Nov 08, 2024, 16:54 PM IST
1/5

আফগানিস্তানের ক্রিকেট ইতিহাস

Afghanistan's Cricketing History

যুদ্ধবিধ্বস্ত দেশ হিসেবে ক্রিকেটে আফগানিস্তানের উত্থান রূপকথার চেয়ে কোনও অংশে কম নয়। আফগানিস্তান আর কোনও ভাবেই ক্রিকেটের 'ছোট' দেশ নয়। গোলাগুলির আওয়াজ আর ভূমিকম্পে বারবার কেঁপে ওঠা দেশটার শাসক তালিবানিরা। 

2/5

আফগানিস্তানের কিংবদন্তি মহম্মদ নবি

Afghanistan Legend Mohammad Nabi

আফগানরা বুঝিয়েছেন যে, তাঁদের ক্রিকেট সাধনা ও অধ্য়াবশায়কে কোনও শক্তিই টলাতে পারেনি। সেই দেশেরই ক্রিকেটার রশিদ খান ও মহম্মদ নবি। এবার আফগান কিংবদন্তি নবি জানিয়ে দিলেন যে, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর তাঁকে দেখা যাবে না দেশের জার্সিতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে। 

3/5

মহম্মদ নবির ওডিআই অভিষেক

Mohammad Nabi ODI Debut

২০০৯ সালে স্কটল্য়ান্ডের বিরুদ্ধে দেশের জার্সিতে ওডিআই অভিষেকে হাফ-সেঞ্চুরি করেছিলেন নবি। বাইশ গজে তাঁর দেশের প্রথম টেস্ট ও টি-২০ আই খেলার সাক্ষী তিনি। ছিলেন দলে। ৩৯ বছরের ক্রিকেটার ব্য়াটে-বলে ম্য়াচের রং বদলে দিতে পারেন। খেলেছেন তিনটি ওডিআই বিশ্বকাপও।  

4/5

নবির অবসরের প্রসঙ্গে নসিব খান

Naseeb Khan On Mohammad Nabi

এক স্পোর্টস ওয়েবসাইটে আফগান ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ নসিব খান নিশ্চিত করেছেন রশিদের অবসরের খবর। তিনি বলেন, 'নবি চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই ওডিআই অবসর নেবে। ও বোর্ডকে ওর ইচ্ছা জানিয়ে দিয়েছে। ও কিছু মাস আগেই আমাকে বলেছিল যে, চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই ওডিআই ছাড়তে চায়। যতদূর জানি ও দেশের হয়ে টি-২০ খেলা চালিয়ে যাবে।' 

5/5

মহম্মদ নবির ওডিআই রেকর্ড

Mohammad Nabi Nabi's record in ODIs

নবি ১৬৫ ম্য়াচে ৩৫৪৯ রান করেছেন। ২টি সেঞ্চুরি ও ১৭টি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে। নবি হাত ঘুরিয়ে নিয়েছেন ১৭১টি উইকেটও। একবার ৫ উইকেটও নিয়েছেন। নবি সম্প্রতি বাংলাদেশকে হারানোর নেপথ্য়েও বড় অবদান নিয়েছেন।