IND vs SA 1st T20I LIVE Streaming Info: শুক্রে শুরু সূর্যদের আফ্রিকান সাফারি, কখন কোথায় কীভাবে দেখবেন ইন্ডিয়া-প্রোটিয়া?

আফ্রিকান সাফারিতে সূর্যবাহিনী, কখন কোথায় কীভাবে দেখবেন ইন্ডিয়া-প্রোটিয়া?

Nov 08, 2024, 14:45 PM IST

When and Where To Watch IND vs SA 1st T20I LIVE: আফ্রিকান সাফারিতে সূর্যবাহিনী, কখন কোথায় কীভাবে দেখবেন ইন্ডিয়া-প্রোটিয়া?

 

1/9

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল

India tour of South Africa 2024-25

ভিভিএস লক্ষ্মণের টিম ইন্ডিয়া এখন আফ্রিকান সাফারিতে । সূর্যকুমার যাদবের দল আইদেন মারক্রমের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ৪ ম্য়াচের টি-২০ আই সিরিজ। শুক্রবার অর্থাত্‍ আজ ডারবানের কিংসমিড স্টেডিয়ামে প্রথম খেলা। এই প্রতিবেদনে চোখ বুলিয়ে জেনে নিন কখন কোথায় কীভাবে দেখবেন ইন্ডিয়া-প্রোটিয়া?  

2/9

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টি-টোয়েন্টিআই কবে হবে?

When will the first T20I between India and South Africa take place?

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টি-টোয়েন্টিআই ৮ নভেম্বর, শুক্রবার।

3/9

ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টি-টোয়েন্টিআই কোথায় অনুষ্ঠিত হবে?

Where will the first T20I between India and South Africa be held?

ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টি-টোয়েন্টিআই ডারবানের কিংসমিড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

4/9

ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টি-টোয়েন্টিআই কখন শুরু হবে?

When will the first T20I between India and South Africa start?

ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টি-টোয়েন্টিআই শুরু হবে ভারতীয় সময়ে আর ৮টা ৩০ মিনিটে।

5/9

ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টি-টোয়েন্টিআই টিভিতে কোথায় সরাসরি সম্প্রচারিত হবে?

Where will the first T20I between India and South Africa be telecast live in India?

ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টি-টোয়েন্টিআই সরারাসরি টিভি-তে সম্প্রচার করবে Sports18 চ্য়ানেল।

6/9

ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টি-টোয়েন্টিআই অনলাইনে কোথায় সম্প্রচারিত হবে?

Where will the first T20I between India and South Africa be streamed live in India?

ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টি-টোয়েন্টিআই অনলাইনে সম্প্রচার করবে JioCinema

7/9

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সূচি

India Vs South Africa Schedule

এদিন ডারবানের কিংসমিড ক্রিকেট স্টেডিয়ামে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম ম্য়াচ। এরপর ১০ নভেম্বর দ্বিতীয় ম্য়াচ গাবেখার সেন্ট জর্জ'স পার্কে। সিরিজের তৃতীয় ও ম্য়াচ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে। ১৫ নভেম্বর ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সরিজের চতুর্থ ও শেষ টি-২০ আই ম্য়াচ।

8/9

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড

India's T20 squad Against South Africa

সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, তিলক ভার্মা, জিতেশ শর্মা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, বিজয়কুমার বৈশাক, আবেশ খান ও যশ দয়াল।  

9/9

দক্ষিণ আফ্রিকার টি-২০ স্কোয়াড

South Africa's T20 squad Against India

আইদেন মারক্রম (অধিনায়ক), ওটনিল বার্টম্য়ান, জেরাল্ড কোয়েটজি, ডোনোভ্য়ান ফেরেরা, রেজা হেনরিক্স, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, প্যাট্রিক ক্রুগার, কেশব মহারাজ, ডেভিড মিলার, মিহলালি, মঙ্গওয়ানা, নাবা পিটার, রায়ান রিকেলটন, অ্যান্ডিল সিমলেন, লুথো সিপামলা (তৃতীয় ও চতুর্থ টি-২০ ম্য়াচে) ও ট্রিস্টান স্টাবস