This Indian Cricket Legend Retiring: অশ্বিনের পর অবসরে এই কিংবদন্তি! এক পোস্টে উত্তাল ভারতীয় ক্রিকেট, কী চলছে...!
This Indian Cricket Legend Retiring: আর অশ্বিনের পর কি এবার অবসর নিচ্ছেন রবীন্দ্র জাদেজা? এক পোস্টেই উত্তাল ভারতীয় ক্রিকেট...
1/5
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত পাকিস্তান-দুবাই একসঙ্গে আয়োজন করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানে ৫০ ওভারের আইসিসি-র টুর্নামেন্ট শেষবার হয়েছিল ২০১৭ সালে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চার বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ৮ বছর পর আইসিসি-র পরিচালনায় ফিরছে এই মেগা টুর্নামেন্ট। যা অনেকে মিনি বিশ্বকাপও বলে থাকেন।
2/5
বিসিসিআই বৈঠক
চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই রয়েছে বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা ওরফে এসজিএম। আগামী ১২ জানুয়ারি রবিবার হবে সেই বৈঠক। আর এই বৈঠকেই ভারতীয় ক্রিকেট বোর্ডে জোড়া বদল দেখা যাবে। দেবজিৎ সইকিয়া এবং প্রভতেজ সিং ভাটিয়াকে যথাক্রমে বিসিসিআই সচিব এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হবে। আগামিকাল এসজিএমে হবে সেই ঘোষণা। আর তার আগেই ভারতীয় দলের এক কিংবদন্তি ক্রিকেটারের ইনস্টাগ্রাম পোস্ট তাঁর জল্পনার অবসর উস্কে দিল!
photos
TRENDING NOW
3/5
রবীন্দ্র জাদেজার ইনস্টা পোস্ট
রবীন্দ্র জাদেজা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে জাতীয় দলের জার্সির ছবি পোস্ট করেছেন। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ খেলা হয়েছিল সিডনি টেস্টে। সেই টেস্টে পরা সাদা জার্সিই তিনি পোস্ট করেছেন নেটপাড়ায়। জাদেজার ইনস্টা পোস্ট দেখে অনকেই মনে করছেন যে, জাদেজা সম্ভবত জীবনের শেষ টেস্ট খেলে ফেললেন। টি-২০ বিশ্বকাপ জেতার পর বিরাট কোহলি ও রোহিত শর্মার সঙ্গে জাদেজাও দেশের জার্সিতে টি-২০ ক্রিকেটকে আলবিদা জানিয়ে ছিলেন, এবার কি টেস্টকেও গুডবাই বলে দিলেন তিনি!
4/5
বর্ডার-গাভাসকর ট্রফিতে রবীন্দ্র জাদেজা
5/5
রবীন্দ্র জাদেজা কি তাহলে অবসর নিচ্ছেন?
জি নিউজ এক সূত্রকে উদ্ধৃত করে লিখেছে, 'জাদেজার অবসরের বিষয়টি নির্ভর করছে নির্বাচকরা কখন পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন! তাঁরা আলোচনা করবেন যে তাঁরা জাদেজার মতো নিরাপদ বিকল্পকে রাখতে চান নাকি তাঁকে নিয়েই এগিয়ে যেতে চান। টেস্ট ক্রিকেটেও জাদেজা ধুঁকেছে। যদিও তাঁর বোলিং স্থিতিশীল ছিল, তাঁকে ছাড়াই এগিয়ে যাওয়ার একটা প্রবণতা কাজ করছে, বিশেষত ওয়ানডে ফর্ম্যাটে। যা একটি কঠিন সিদ্ধান্ত হবে। টেস্ট ক্রিকেটের কথা বলতে গেলে বলব, ইংল্যান্ড সফরের জায়গা পেতে গেলে তাঁকে যথেষ্ট লড়তে হবে। অনভিজ্ঞতার অভাবই বড় কারণ হবে।'
photos