নিজস্ব প্রতিবেদন : বিশ্বমারী করোনাকে সামনে রেখে যেভাবে নির্বাচন বিধিতে পরিবর্তন আনা হল, তার তীব্র নিন্দা করে নির্বাচন কমিশনকে চিঠি দিল তৃণমূ কংগ্রেস।
2/5
চিঠিতে তৃণমূল কংগ্রেসের স্পষ্ট অভিযোগ, কোনওরকম আলোচনা না করেই একতরফাভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নয়া নিয়মের খরচা বাড়বে। গোপনীয়তা ভঙ্গ হবে।
photos
TRENDING NOW
3/5
প্রসঙ্গত, ২ জুলাই নির্বাচন কমিশনের মুখপাত্র নির্বাচনী বিধিতে সংশোধনী আনার কথা জানান। সংশোধনীতে বলা হয়েছে, এবার থেকে ৬৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন।
4/5
চিঠিতে অবিলম্বে এই নতুন নিয়ম প্রত্যাহারের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। আরও বলা হয়েছে, দেশের মোট জনসংখ্যার মাত্র ৬ শতাংশ মানুষের বয়স ৬৫ বছরের উপরে।
5/5
অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কমপক্ষে ১৩ জন মুখ্যমন্ত্রীর বয়স-ই ৬৫ বছরের বেশি। সেক্ষেত্রে তাঁরা ভোটপ্রচারে অংশ নেবেন, কিন্তু সংশোধনী অনুযায়ী পোস্টাল ব্যালটে ভোট দেবেন। এটা খুবই হাস্যকর।