Today's Gold Rate: ফের অনেকটা কমল সোনার দাম! বিয়ের ভরা মরসুমে এ কি লক্ষ্মীরই কৃপা? সঞ্চয়ের জন্যও এখনই ঝাঁপান...
Today's Gold Rate: সঞ্চয়ের জন্য এখনই ঝাঁপান! কেন? কারণ, আজ, মঙ্গলবার ফের কমল সোনার দাম! অনেকেই ভাবছেন বিয়ের ভরা মরসুমে এ বোধ হয় মা লক্ষ্মীরই কৃপা!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অগ্রহায়ণ মাস, বিয়ের ভরা মরসুম। আর এমন সময়ে রোজই একটু-একটু করে কমছে সোনার দাম! এবং আজ, মঙ্গলবারও কমল। অনেকেই ভাবছেন বিয়ের ভরা মরসুমে এ বোধ হয় মা লক্ষ্মীরই কৃপা! না হলে এমন আবার হয় না কি?
1/6
এক ধাপে ৬০০ টাকা
2/6
স্বস্তি ২৪-য়েও
photos
TRENDING NOW
3/6
৭,৩১৭-৭০১৩!
4/6
২৪ ক্যারাট
5/6
২২ ক্যারাট
6/6
সঞ্চয়ে মন
কতগুলো জিনিস একটু খেয়ালে রাখুন, জেনেও রাখুন। যেমন, সোনা-রুপো কেনার সময়ে দামের সঙ্গে আরও কয়েক শতাংশ (৩ শতাংশ) জিএসটি (GST) যুক্ত হয়। সেটা যোগ হলে কিন্তু প্রতি গ্রাম বা প্রতি ভরি সোনার দাম বেড়ে যাবে। আর একটা কথা হল-- অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে রাখেন পরে এ থেকে ভাল রিটার্ন পাওয়ার আশায়। যদিও প্রায় প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। করের পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম নির্ভর করে। এ ক্ষেত্রে সেটা মাথায় রাখা দরকার। তবে সঞ্চয় ভালো। সোনার দাম কমলে শুধু বিয়ের উপহার কেন, ভবিষ্যতের কথা ভেবেও তাই কিছু সঞ্চয়ও করে নিতে পারেন। আর সেটার জন্য এই সব দিনই উপযুক্ত।
photos