Nandini Dutta: 'প্যায়রেলাল' গেয়ে ট্রোলড অভিনেত্রী! গানে ছি ছিক্কার নেটপাড়ায়...

Nandini Dutta Trolled: একজন লেখেন, 'এত টাকা দিয়ে এইসব শিল্পীকে আনা উচিত নয়।' অন্য একজন লেখেন, 'সুর নেই তাও বুঝলাম, কিন্তু একটু তালও থাকবে না! আর মিউজিশিয়ান দাদাদের ওপর দিয়ে যা যাচ্ছে সেটা ভেবে অস্থির লাগছে।'

Dec 24, 2024, 16:39 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শীত মানেই দিকে দিকে কনসার্টের ছড়াছড়ি। জেলার বিভিন্ন প্রান্তে টলিউডের বহু তারকারাও হাজির হন কনসার্টে। সেই মত পানিহাটি বইমেলায় অতিথি হিসেবে এসেছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী দত্ত।  

2/6

স্বাভাবিকভাবেই পর্দার জনপ্রিয় অভিনেত্রীকে সামনে থেকে দেখে ফ্যানেদের উচ্ছ্বাস দ্বিগুণ বেড়ে যায়। মঞ্চে উঠে নন্দিনী গাইলেন দুই পৃথিবী ছবিটির হিট গান প্যায়রেলাল। অভিনেত্রীর রূপের ছটায় মুগ্ধ হলেও, ফ্যানেরা তাঁর গানে পাগল হলেন না।

3/6

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, কালো জ্যাকেট, কালো প্যান্ট পরে মাইক হাতে গান গাইছেন নন্দিনী। গান গাওয়া শুরু করতেই শুরু হাসির রোল। তুমুল কটাক্ষ ধেয়ে আসে অভিনেত্রীর দিকে।   

4/6

একজন লেখেন, 'এত টাকা দিয়ে এইসব শিল্পীকে আনা উচিত নয়।' অন্য একজন লেখেন, 'সুর নেই তাও বুঝলাম, কিন্তু একটু তালও থাকবে না! আর মিউজিশিয়ান দাদাদের ওপর দিয়ে যা যাচ্ছে সেটা ভেবে অস্থির লাগছে।' আবার একজন লেখেন, 'নাকে একটু নুন চিনির জল দিতে হবে। এত দুর্বল, একটু শক্তি পাবে।'

5/6

এই কটাক্ষ, সমালোচনা দেখে চুপ থাকেননি নন্দিনী। দিয়েছেন কড়া জবাব। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে বলেন, 'আমি গায়িকা নই। অনেক সময় দর্শকের অনুরোধে স্টেজে গাইতে হয়। আমি বরাবরই বলেছি আমি ভাল গাইতে পারি না। কিন্তু অভিনয় ভাল করার চেষ্টা করি। তাই যেটা পারি আমি, সেটা নিয়ে আমায় কটাক্ষ করলে কিছু বলার জায়গা থাকত। স্টেজে যদিও আমার গান দর্শকের পছন্দ হয়েছে। তাঁরাও সুর মিলিয়েছেন আমার সঙ্গে। তাই নেটিজেনদের কটাক্ষ নিয়ে আমি ভাবতে চাই না।'

6/6

উল্লেখ্য, এর আগে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের গানের ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যেখানে 'কলঙ্কিনী রাধা' গান গেয়ে ব্যাপক কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রী।