Nandini Dutta: 'প্যায়রেলাল' গেয়ে ট্রোলড অভিনেত্রী! গানে ছি ছিক্কার নেটপাড়ায়...
Nandini Dutta Trolled: একজন লেখেন, 'এত টাকা দিয়ে এইসব শিল্পীকে আনা উচিত নয়।' অন্য একজন লেখেন, 'সুর নেই তাও বুঝলাম, কিন্তু একটু তালও থাকবে না! আর মিউজিশিয়ান দাদাদের ওপর দিয়ে যা যাচ্ছে সেটা ভেবে অস্থির লাগছে।'
1/6
2/6
photos
TRENDING NOW
3/6
4/6
5/6
এই কটাক্ষ, সমালোচনা দেখে চুপ থাকেননি নন্দিনী। দিয়েছেন কড়া জবাব। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে বলেন, 'আমি গায়িকা নই। অনেক সময় দর্শকের অনুরোধে স্টেজে গাইতে হয়। আমি বরাবরই বলেছি আমি ভাল গাইতে পারি না। কিন্তু অভিনয় ভাল করার চেষ্টা করি। তাই যেটা পারি আমি, সেটা নিয়ে আমায় কটাক্ষ করলে কিছু বলার জায়গা থাকত। স্টেজে যদিও আমার গান দর্শকের পছন্দ হয়েছে। তাঁরাও সুর মিলিয়েছেন আমার সঙ্গে। তাই নেটিজেনদের কটাক্ষ নিয়ে আমি ভাবতে চাই না।'
6/6
photos