ছবি: কাটপাড়ি থেকে ছাড়ল প্রথম ট্রেন, ভেলোর থেকে ঘরে ফিরছেন রোগী-পরিজনেরা
May 11, 2020, 15:31 PM IST
1/6
কমলিকা সেনগুপ্ত: ভেলোরে আটকে বহু বাঙালি। চিকিত্সার জন্য গিয়েছিলেন। কিন্তু দফায় দফায় লকডাউন জারি হওয়ায় সেখানেই আটকে থাকতে হয়েছে এতদিন।
2/6
চিকিত্সা শেষ হয়ে গেলেও অযথা হোটেলে থাকতে হচ্ছে তাঁদের। ফুরোচ্ছে সঞ্চয় আর বাড়চ্ছে উদ্বেগ- এরপর কী হবে?
photos
TRENDING NOW
3/6
তবে, কিছুটা স্বস্তি মিলল সোমবার দুপুর ১২টা নাগাদ কাটপাড়ি থেকে কলকাতামুখী একটি ট্রেন রওনা দেওয়ায়।
4/6
বেঙ্গালুরুতে আটকে পড়া রোগীদের ফিরিয়ে আনার জন্য বারবার অনুরোধ করেছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। কথা বলেছেন রেলমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও।
5/6
রাজ্য সরকারের তরফেও আশ্বাস দেওয়া হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের প্রতিদিনই ফেরানো হচ্ছে। যত দ্রুত সম্ভব বাকিদেরও ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।
6/6
উল্লেখ্য, গতকালই রেল ঘোষণা করে আপাতত ১৫ জোড়া ট্রেন চালু করে পরিস্থিতি সামাল দেবে। ধীরে ধীরে আরও ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। নয়া দিল্লি থেকে কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, ওড়িশা, পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্য ট্রেন চালানো হবে। টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইনে।