Tripti Dimri: 'আমি সমস্ত ভালোবাসা ও পরিচিতি...', অ্যানিমাল নিয়ে বড় কথা তৃপ্তির!
Tripti Dimri In Animal: 'অ্যানিমাল'-এ তৃপ্তির সাফল্য আকাশ ছোঁয়া। সেই নিয়ে অভিনেত্রী বলেন যে তিনি কোনওদিন ভুলবেন না যে মাধ্যম তাঁকে এই পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে, তা হল: ওটিটি।
1/6
তৃপ্তি দিমরি
![তৃপ্তি দিমরি তৃপ্তি দিমরি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/01/31/458227-tripti1.jpg)
2/6
তৃপ্তি দিমরি
![তৃপ্তি দিমরি তৃপ্তি দিমরি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/01/31/458226-tripti2.jpg)
photos
TRENDING NOW
3/6
তৃপ্তি দিমরি
![তৃপ্তি দিমরি তৃপ্তি দিমরি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/01/31/458225-tripti3.jpg)
4/6
'লায়লা মজনু'
!['লায়লা মজনু' 'লায়লা মজনু'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/01/31/458224-tripti4.jpg)
5/6
'বুলবুল'
!['বুলবুল' 'বুলবুল'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/01/31/458223-tripti5.jpg)
ওটিটি প্ল্যাটফর্ম প্রসঙ্গে তিনি আরও বলেন, 'যখন আমি একজন অভিনেতা হিসাবে কাজ শুরু করি, তখন খুব কম কাজ পেতাম। যখন আমি কারোর সঙ্গে কাজের সূত্রে দেখা করতাম, তখন তারা আমাকে বলত কোনও কাজ নেই। লোকেরা অভিনয়ে কাজ পাওয়ার জন্য এমনকি ছয় মাস পর্যন্ত অপেক্ষা করেছে। যদিও বর্তমানে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আমি এখন যাদের সঙ্গে দেখা করি তাদের একাংশই ওটিটি-তে কাজ করছে। অভিনেতাদের জন্য এখন যথেষ্ট কাজ আছে। পাঁচ বছর আগে অনেকের হাতে কাজ ছিল না। কিন্তু আজ তা আর নেই, আর সেটা খুবই ভাল।'
6/6
'কালা'
!['কালা' 'কালা'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/01/31/458222-tripti6.jpg)
ক্যারিয়ার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'কাজের মধ্যে আমি ব্যালেন্স করতে চাই। আমি এখন শুধুই চ্যালেঞ্জিং কাজ নেব। এবং আমি এটা ভাবব না যে ছবিটি ওটিটিতে হবে না অন্য কোথাও। আমি শুধু আমার চরিত্রে দিকে লক্ষ্য রাখব। ওটিটি দর্শক সম্পূর্ণ আলাদা এবং আমি সব শহরের দর্শককেই বিনোদন দিতে চাই।' তৃপ্তিকে পরবর্তীতে ভিকি কৌশলের সঙ্গে ছবিতে দেখা যাবে।
photos