Tripura: রাখি বাঁধলেন TMC নেতানেত্রীরা; মানুষ বললেন,'দিদিকে চাই, জয় ত্রিপুরা'

Aug 22, 2021, 20:04 PM IST
1/6

রাখিবন্ধন উদযাপন ত্রিপুরায়

TMC Rakhi Festival in tripura

নিজস্ব প্রতিবেদন: লক্ষ্য ২০২৩। উপলক্ষ রাখিবন্ধন। ত্রিপুরায় জনসংযোগ বাড়াতে এই দিনটিকে বেছে নিল তৃণমূল। রাখিবন্ধন উৎসব উদযাপনে আগরতলায় পৌঁছে গিয়েছিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেন (Santanu Sen)। রবিবার সকালে পথচলতি মানুষ, রিকশা ও টোটো চালকদের রাখি পরালেন তিনি। তৃণমূল নেতৃত্বের দাবি, রাখিবন্ধন কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছেন ত্রিপুরার মানুষ। অন্যদিকে, রাখির দিনেই তৃণমূলে যোগ দিলেন প্রায় দু’শো জন।   

2/6

পুলিসকে রাখি

Rakhi to Police

ত্রিপুরায় (Tripura) গিয়ে বারবার আক্রমণের মুখে পড়েছেন তৃণমূল নেতানেত্রীরা। হামলার মুখে পড়লেও পুলিস কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ দলীয় নেতৃত্বের। অভিষেক-সহ তৃণমূল নেতাদের বিরুদ্ধে মামলা করেছে ত্রিপুরা পুলিস। রবিবার পুলিস কর্মীদের রাখি পরালেন তৃণমূল কর্মীরা। 

3/6

ত্রিপুরায় শান্তনু সেন

Santanu Sen in Tripura

এক রিকশা চালকের হাতে রাখি পরিয়ে দেন শান্তনু সেন। তৃণমূল নেতাদের সুরেই তিনি স্লোগান দেন,'তৃণমূল কংগ্রেসকে চাই আমরা। জয় মমতা ব্যানার্জি। বিজেপিকে চাই না। জয় ত্রিপুরা।'   

4/6

ত্রিপুরায় শান্তনু সেন

Santanu Sen in Tripura

ত্রিপুরা রাজবাড়ির এক নম্বর গেটের সামনে আইসক্রিম বিক্রেতার হাতে রাখি পরিয়ে দেন শান্তনু।

5/6

খেলা হবে স্লোগান

Khela Hobe Slogan

ওই আইসক্রিম বিক্রেতার কাছে তৃণমূল নেতারা জানতে চান,'ত্রিপুরায় খেলা হবে তো?' জবাব আসে,'হ্যাঁ, খেলা হবে। সবাই চায় খেলা হবে। জয় ত্রিপুরা। আমরা মমতা দিদিকে চাই।' 

6/6

তৃণমূলে যোগদান

TMC Joining

রাখির দিনেই কংগ্রেস, সিপিএম-সহ বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দিলেন প্রায় ২০০ জন। তৃণমূল নেতা মলয় ঘটকের হাত ধরে ৪৬টি পরিবারের সদস্যরা হাতে নিয়েছেন ঘাসফুল পতাকা।