সুনামিতে লন্ডভন্ড ইন্দোনেশিয়া, দেখুন সেই সব ছবি

Sep 29, 2018, 23:22 PM IST
1/9

বিধ্বস্ত ইন্দোনেশিয়া

indo_9

সুনামিতে লন্ডভন্ড ইন্দোনেশিয়া। খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছেন বহু মানুষ।  

2/9

বিধ্বস্ত ইন্দোনেশিয়া

indo_8

ভূমিকম্প আর ভয়ানক জলের স্রোতে মৃত্যু হয়েছে ৩৮৪জনের। আহত সাড়ে পাঁচশোরও বেশি। ধ্বসস্তূপে নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি। 

3/9

বিধ্বস্ত ইন্দোনেশিয়া

indo_7

রাস্তায় পরপর মৃতদেহের সারি। ইন্দোনেশিয়ার পালু, ডোনগ্গালা শহরের এখনকার ছবি  দেখে কে বলবে, কয়েক ঘণ্টা আগে এখানেই উত্সব চলছিল! 

4/9

বিধ্বস্ত ইন্দোনেশিয়া

indo_6

কম্পনের মাত্রা ৭.৫। শুক্রবার রাতে বিচ ফেস্টের জন্য তৈরি হচ্ছিল পালু। তখনই ভয়ঙ্কর ভূমিকম্প।  কম্পনের উত্স্থল ছিল মধ্য সুলাওয়েসি। 

5/9

বিধ্বস্ত ইন্দোনেশিয়া

indo_5

এর পরেই ধেয়ে এল ভয়ানক সুনামি। চোখের পলকে তাসের ঘরের মতো ভেঙে চুরমার সৈকত শহরগুলি। যে টুকু বাকি ছিল, সেটা করে করে দিল শনিবারের আফটার শক। 

6/9

বিধ্বস্ত ইন্দোনেশিয়া

indo_4

সাগরের ভয়ঙ্কর ঢেউ থেকে বাঁচতে কেউ গাছে চড়ে বসেছেন। কেউ আবার উদ্ভ্রান্তের মত ছুটে ছেন রাস্তা ধরে। সৈকতে যে দিকে চোখ যাচ্ছে শুধুই লাশের সারি। 

7/9

বিধ্বস্ত ইন্দোনেশিয়া

indo_3

ধ্বংসলীলা থেকে  রেহাই পায়নি হাসপাতাল, বিমানবন্দর।  

8/9

বিধ্বস্ত ইন্দোনেশিয়া

indo_2

শুক্রবার ভূমিকম্পের পরেই জারি হয় সুনামি সতর্কতা। কিন্তু একঘণ্টার মধ্যেই তা তুলে নেওয়া হয়। আবহাওয়াদফতরের এই ভূমিকায় প্রশ্ন উঠেছে। 

9/9

বিধ্বস্ত ইন্দোনেশিয়া

indo_1

গতমাসে লম্বকের ভূমিকম্পে কমপক্ষে ৪৬০ জনের মৃত্যু হয়। তারপর এই ঘটনা। বিপর্যয় যেন পিছু ছাড়ছেনা ইন্দোনেশিয়াকে।