Two Tropical Cyclones: ভারত মহাসাগরের বুকের উপর ফুঁসছে দুই 'সিভিয়ার সাইক্লোন'! ঝড়ের 'আই'য়ের পাশে বনবন করে ওসব কী ঘুরছে?
Two Tropical Cyclones: উষ্ণায়ন নানা ভাবে ক্ষতি করছে পরিবেশের, ডেকে আনছে ঝড়। উষ্ণ হয়ে যাচ্ছে সমুদ্রতল। দ্বীপাঞ্চলের চারপাশের জলরাশি ক্রমশ সংশ্লিষ্ট দ্বীপের দিক থেকে ভয়ংকর হয়ে উঠছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দু'টি ট্রপিক্যাল সাইক্লোন তৈরি হচ্ছে ভারত মহাসাগরের বুকে। কোন দিকে ছুটে যাবে তা? কোন দিকে তা ধ্বংস ডেকে আনবে? কোথায় আসবে এই মহাঝড়ের? গত ৪৮ ঘণ্টায় উত্তরপশ্চিম অস্ট্রেলিয়ার দিকে ক্রমশ এগিয়েছে এই দুই ঝড়। বলা বচ্ছে, অস্ট্রেলিয়ার ৭৫ শতাংশ ঝড়ই এবার সিভিয়ার হতে চলেছে। কেন?
1/6
কালো মেঘের ছায়া!
2/6
ভিন্স-তালিয়াহ্
photos
TRENDING NOW
3/6
'চোখে'র চারপাশে
4/6
ক্য়াটেগরি-থ্রি
5/6
অস্ট্রেলিয়ায়
6/6
কেন পর পর ঝড়?
কিন্তু কেন সম্প্রতি অস্ট্রেলিয়ায় বারবার ঝড় হচ্ছে? ইদানীংকালের মধ্যে অস্ট্রেলিয়ায় চারটি ঝড় দেখা দিয়েছে। কেন ভারত মহাসাগরে, পশ্চিম অস্ট্রেলিয়ায় বারবার ঝড়? সমুদ্র গরম হয়ে পড়ছে। এখন ওই অঞ্চলের সমুদ্রের তাপমাত্রা ৩০ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। যদিও এখন সেখানে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কম হয়।
photos