1/8
একেবারে যেন সিনেমা। বা বলা ভালো, সিনেমার চিত্রনাট্যকেও যেন হার মানায়। সিরিয়াল কিলার তথা বিকিনি কিলার চার্লস শোভরাজের (Charles Sobhraj)। জীবন এরকমই। লার্জার দ্যান লাইফ। কিন্তু শুধু তার নিজের জীবনের জন্যই যে সবটা বিস্ময়, এমনও নয়। টুইস্ট, মোচড় বিচিত্র। খোদ সিরিয়াল কিলারের মেয়ে কাজ করছেন অ্যান্টি-টেররিজম সেলে!
2/8
photos
TRENDING NOW
3/8
4/8
গোয়েন্দা ও পুলিশের চোখে ধুলো দেওয়া ছিল চার্লসের বাঁ-হাতের খেল। এখন নেপালে যাবজ্জীবন কারাদণ্ডে বন্দি কুখ্যাত চার্লস শোভরাজ। চার্লসের খুনের ধরন সাঙ্ঘাতিক। ১৯৭৫ সালে প্রথম খুনের অভিযোগ উঠে আসে তাদের নামে। গোয়েন্দাদের খাতায় শোভরাজের প্রথম শিকার সিয়াটলের এক তরুণী। তাইল্যান্ডের সমুদ্রখাঁড়িতে তাঁকে ডুবিয়ে হত্যা করা হয়েছিল। নিথর তরুণীর পরনে ছিল বিকিনি। হত্যাকাণ্ডের পরে তার পালানোরও বিচিত্র কায়দা ছিল। এজন্য তার নাম দেওয়া হয়েছিল 'দ্য সারপেন্ট'।
5/8
6/8
7/8
ঊষার জন্ম মু্ম্বইয়ে ১৯৭০ সালে। চার্লস তখন পুলিশের খাতায় 'মোস্ট ওয়ান্টেড'। গ্রেফতারি এড়াতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ফ্রান্স ছেড়ে এশিয়ার উদ্দেশে রওনা দেয় শোভরাজ। পূর্ব ইউরোপ ঘুরে মুম্বই পৌঁছয়। সেখানেই জন্ম ঊষার। সেখান থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে কাবুলে চলে যায় চার্লস। ১৯৭৩ সালে কাবুলেই সস্ত্রীক ধরা পড়ে চার্লস। ছোট ঊষাকে পাঠানো হয় ফ্রান্সে তার ঠাকুরদা-ঠাকুমার কাছে। ১৯৭৫ সালে তাঁর মা শাঁতাল বিয়ে করেন লিওন হ্যারিস (Leon Harris) নামে এক ব্যক্তিকে। লিওন ঊষাকে দত্তক নেন। তখন থেকেই তাঁর কাছে লিওনই বাবা হয়ে ওঠেন।
8/8
পড়াশোনা শেষ করে দীর্ঘ সময় লস অ্যাঞ্জেলেস পুলিশের রিজার্ভ অফিসার হিসাবে কাজ করে গিয়েছেন। ম্যানহাটন ইনস্টিটিউড অব পলিসি রিসার্চের সেন্টার ফর পলিসিং টেররিজম-এর সঙ্গেও যুক্ত থেকেছেন। ৫০ বছরের ঊষা অপরাধদমনে আমেরিকা প্রশাসনের সঙ্গে কাজ করছেন। তিনি আমেরিকার কাউন্টার-টেররিজম অ্যান্ড হোমল্যান্ড সিকিউরিটি (counter-terrorism and homeland security) বিশেষজ্ঞ।
photos