রবিবার রাখি পূর্ণিমা, রইল সেরা ৫ গিফট আইডিয়া!

Aug 25, 2018, 14:21 PM IST
1/6

1

1

২৬ অগাস্ট রাখি পূর্ণিমা। ভাইয়ের মঙ্গলকামনায় বোনেরা বা দিদিরা রাখি পরাবেন এই দিনে। আর ভাইয়েরাও বোনেদের জন্য কিছু না কিছু উপহার দেওয়ার কথা ভাবছেন। কিন্তু মাসের শেষে পকেটের কথাও তো ভাবতে হবে! আসুনে বোনেদের কী কী উপহার দেওয়া যেতে পারে, তার একটা তালিকায় চোখ বুলিয়ে নেওয়া যাক।

2/6

2

2

অ্যাক্সেসরিজ: বোনকে দিতে পারেন ওর পছন্দের লেটেস্ট ফ্যাশনের সানগ্লাস, পার্স, ঘড়ি, ব্রেসলেট বা বেল্ট।

3/6

3

3

জামা কাপড়: পুজো আসছে। সেই কথা মাথায় রেখে বোনের জন্য দিতে পারেন ওর পছন্দের শার্ট, জিন্স বা টি-শার্ট, ড্রেস, কুর্তি, টপ।

4/6

4

4

মিল ভাউচার: ভাই বা বোন যদি খেতে ভালবাসে তা হলে তো কথাই নেই। ফুডি ভাই-বোনকে খুশি করতে পেটপুজোর থেকে ভাল আর কী হতে পারে! ওর হাতে তুলে দিন পছন্দের রেস্তোরাঁর মিল ভাউচার বা ফুড কার্ড।

5/6

5

5

সাবস্ক্রিপশন: আপনার বোন যদি সিনেমা বা ডিজি সিরিজের পোকা হয়, তা হলে ওকে কিনে দিতে পারেন এক মাসের নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম বা হইচই-এর সাবস্ক্রিশন।

6/6

6

6

ইলেকট্রনিক গ্যাজেট: যদি আপনার বোন গ্যাজেটপ্রেমী হয় তা হলে ভাল কোনও ইয়ারফোন, স্মার্ট ওয়াচ দেওয়া যেতে পারে। স্বাস্থ্য সচেতন বোনের জন্য এটাই হতে পারে সেরা গিফট।