এসি ছাড়াই গরমে ঘর ঠান্ডা রাখুন এই সব ঘরোয়া উপায়ে

Apr 26, 2018, 10:01 AM IST
1/7

AC1

AC1

গরমে তাপমাত্রার পারদ এখন ক্রমশ উর্দ্ধমুখী৷ মে, জুন মাসে গরম আরও বাড়বে৷ ভাবছেন অফারে একটা এসি এ বার কিনে নিতেই হবে। না হলে আর রক্ষে নেই! কিন্তু ইলেকট্রিক বিল! সেটার কী হবে? এসি ঘরের তাপমাত্রা কমালেও ইলেকট্রিক বিল লাফিয়ে লাফিয়ে বাড়বে। তাই ঝটপট জেনে নিন এমন কিছু উপায়, যাতে আপনার ঘর এসি ছাড়াই থাকবে ঠান্ডা!

2/7

AC2

AC2

ঘরে ভেন্টিলেটর থাকলে, ভালে করে সেটিকে পরিষ্কার করে রাখুন৷

3/7

AC3

AC3

প্রয়োজন ছাড়া ঘরের আলো একদম জ্বালাবেন না৷ ঘরে টিউব লাইট ব্যবহার করুন৷ সম্ভব হলে কম আলোর এলইডি আলো ব্যবহার করুন।

4/7

AC4

AC4

ঘরের জানলা যদি কাচের হয়, তাহলে মোটা পর্দা দিয়ে ঢেকে দিন৷ পর্দার রং গাঢ় হওয়া চাই। কারণ, গরমে হালকা রঙের পর্দায় তাপ আটকানোর ক্ষেত্রে মোটেই কার্যকরী নয়৷

5/7

AC5

AC5

বাজারে উপলব্ধ খেসের পর্দা কিনে নিয়ে এসে জানলায় লাগিয়ে দিন৷ সুযোগ মতো মাঝে মাঝে সেটিকে জল দিয়ে ভিজিয়ে দিন৷

6/7

AC6

AC6

ঘরের মধ্যে ছোট বা বড় টবে গাছ রাখুন৷ দেখবেন এর ফলে ঘর বেশ খানিকটা ঠান্ডা অনুভব করবেন৷

7/7

AC7

AC7

ঘর মোছার সময় জলের মধ্যে বেশ খানিকটা পরিমাণ নুন ঢেলে নিন৷ নুন জল দিয়ে ভিজে ভিজে করে ঘর মুছতে পারলে  ঘরের তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে৷