# হাতে গোনা আর কয়েকটা দিন বাকি, পুজো তো চলেই এল। নিশ্চই পুজোর কেনাকাটাও শুরু করে দিয়েছেন। পুজোর সময়ে আপনার ত্বককে ঝকঝকে ও তকতকে রাখতে হবে তো? ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্ন নেবেন কীভাবে জেনে নিন ।
2/5
2
# মধু : মধুর রয়েছে অনেক গুণ। যাদের ত্বক শুষ্ক তাঁরা প্রতিদিন স্নানে যাওয়ার আগে ২ চামচ মধু নিয়ে হালকা করে ত্বকের মধ্যে লাগিয়ে ম্যসাজ করুন।
photos
TRENDING NOW
3/5
3
# বাদাম : ৮-১০টি বাদাম আগে বেটে নিতে হবে। বেটে রাখা বাদামের মধ্যে ৩-৪ চামচ দুধ দিয়ে প্যাকটি বানিয়ে নিন। ১৫-২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন।
4/5
4
# কলা : একটি পাকা কলার মধ্যে ১ চামচ মধু মিশিয়ে কলাটা চটকে নিন। এরপরে মুখের মধ্যে ভালো করে ম্যাসাজ করুন। ১ সপ্তাহ করে দেখুন। পুজোর আগে দেখবেন ত্বকের জেল্লা বেড়ে গেছে।
5/5
5
# দুধ : ত্বক নরম এবং ভালো রাখতেই শুধু নয়, অনেক সময় রোদ লেগে আমাদের শরীরে ট্যান পড়ে। পুজোর আগে সেই ট্যান যে ভাবেই হোক তুলতে হবে। ট্যান তোলার জন্য প্রতিদিন ১ কাপ ঠান্ডা দুধ মুখে লাগিয়ে রাখুন। ১০-১৫ মিনিট লাগিয়ে রেখে তুলো দিয়ে মুছে নিন।