EXPLAINED | Virat Kohli: দিওয়ালির আগেই বিরাট ধামাকা, কোহলিই ফিরছেন অধিনায়ক হয়ে, মহাপ্রলয় ভারতীয় ক্রিকেটে...

Virat Kohli: ভারতীয় ক্রিকেটে বিরাট খবর। কোহলি ফিরছেন অধিনায়কের আসনে।

Oct 30, 2024, 20:55 PM IST
1/6

আইপিএল রিটেনশন

 IPL 2025 Retention

বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে ১০ আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাদের বিদ্যমান স্কোয়াড থেকে মোট ৬ খেলোয়াড়কে ধরে রাখতে পারে। ফ্র্যাঞ্চাইজিগুলি 'রিটেনশন' বা 'রাইট টু ম্যাচ' ওরফে আরটিএম ব্যবহার করে তা করতে পারবে।   

2/6

আইপিএল রিটেনশন নিয়ম

IPL 2025 Retention Rules

রিটেনশন এবং আরটিএম-এর জন্য ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে সংমিশ্রণে বেছে নেওয়ার সুযোগ থাকছে। ৬ জন খেলোয়াড়ের মধ্যে সর্বাধিক ৫ জন ক্যাপড খেলোয়াড় (ভারতীয় বা বিদেশি) এবং সর্বাধিক ২ জন আনক্যাপড (জাতীয় দলের হয়ে অভিষেক না হওয়া) খেলোয়াড় থাকতে পারবে। আগামী ৩১ অক্টোবরের ভিতর দশ দলকে খেলোয়াড় ধরা-ছাড়ার তালিকা দিয়ে দিতে হবে।  

3/6

বিরাট খবর আরসিবি-র অন্দরমহলে

RCB Big Breaking

আইপিএল রিটেনশনের আগেই বিরাট আপডেট চলে এল। বলা যেতে পারে দিওয়ালির আগেই বিরাট ধামাকা। এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মের রিপোর্ট বলছে যে, বিরাট কোহলিই ফের হচ্ছেন রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক! 

4/6

আরসিবি শুভমন গিল চুক্তি

Royal Challengers Bangalore After Shubman Gill Deal

আরবিসি যে ফাফ দু প্লেসিসকে ছেড়ে দিচ্ছে, এই কথা দিনের আলোর মতোই পরিষ্কার। এমনকী আরসিবি শুভমন গিল ও ঋষভ পন্থকে চেয়েছিল দলে। কিন্তু সেটাও হয়নি। কারণ গিল-ঋষভকে ধরে রেখে দিচ্ছে তাদের ফ্র্যাঞ্চাইজি। ফলে ফের ছেড়ে আসা আসনেই বিরাজমান হচ্ছেন বিরাট।   

5/6

অধিনায়ক হিসাবে আরসিবি-তে বিরাট

Kohli As RCB Captain

কোহলি ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত আরসিবি-কে নেতৃত্ব দিয়েছিলেন, এই ৯ মরসুমের মধ্যে চারবার প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করেছিল লাল বাহিনী। কিন্তু কখনও ট্রফি জেতাতে পারেননি বিরাট। তবে ২০১৬ সালে  আরসিবি একেবারে ট্রফির কাছাকাছি চলে এসেছিল। কিন্তু ফাইনাসে সানরাইজার্স হায়দরবাদের কাছে আট রানে হারতে হয়েছিল।

6/6

নেতৃত্ব ছাড়ার সময়ে কোহলি বলেছিলেন

Kohli On RCB Captaincy

২০২১ সালে কোহলি নেতৃত্ব ছাড়ার সময়ে বলেছিলেন, 'আরসিবি অধিনায়ক হিসেবে এটাই আমার শেষ আইপিএল। তবে আমি আরসিবি প্লেয়ার হিসেবেই আজীবন থাকব। আমার উপর বিশ্বাস রাখার জন্য় এবং আমাকে সমর্থন করার জন্য আমি সকল আরসিবি ফ্য়ানদের ধন্য়বাদ জানাই।'