Virat Kohli Food | ICC Champions Trophy 2025: ভেগান কোহলির মুখে চিকেন! দুবাইয়ে ব্যক্তিগত রাঁধুনিও নিষিদ্ধ, রাজার ভোজে থাকছে কী?

Virat Kohli Food In Dubai: দুবাইয়ে ব্যক্তিগত রাঁধুনি আনতে পারেননি কোহলি, তাহলে তিনি রোজ কি খাচ্ছেন?  

Feb 21, 2025, 17:06 PM IST
1/5

বিরাট কোহলির খাওয়াদাওয়া

Virat Kohli Food

কিংবদন্তি বিরাট কোহলি শুধু একজন 'ফিটনেস ফ্রিক'ই নন, তাঁর অধিনায়কত্বের সময়ে ভারতীয় দলের ফিটনেসের সংজ্ঞাটাই বদলে গিয়েছিল। বাইশ গজের অনুপ্রেরণা বিরাটের ফিটনেস মন্ত্র। ফিটনেস শিল্প হলে বিরাট পাবলো পিকাসো। সারা বছরই একেবারে মেপে খান তিনি। নিরামিশ ভিত্তিক প্রোটিন, সোয়া মক মিট ও লিট প্রোটিনেই নিজেকে ফিট রাখেন কোহলি।

2/5

বিরাট কোহলির দুবাইয়ে খাওয়াদাওয়া

Virat Kohli Food In Dubai

বিরাট কোহিল খাওয়ার বিষয়ে এতটাই নিখুঁত যে, তিনি ব্যক্তিগত রাঁধুনি নিয়ে ঘোরেন খেলার সময়ে। তবে দুবাইয়ে এসবের কোনও বালাই নেই। বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের ভরাডুবির পরেই ভারতীয় ক্রিকেট বোর্ড ১০ নির্দেশিকা জারি করেছে। তার ভিতরেই রয়েছে ক্রিকেটারদের সঙ্গে ব্যক্তিগত রাঁধুনি, নিরাপত্তারক্ষী সহকারিদের ভ্রমণে নিষেধাজ্ঞা। বিসিসিআই অনুমোদন না দিলে সবুজ সংকেত মিলবে না। কোহলি কিন্তু ব্যক্তিগত রাঁধুনিকে আনার ছাড়পত্র পাননি।   

3/5

বিরাট কোহলি দুবাইয়ে খাচ্ছেন কি?

What Is Virat Kohli Eating In Dubai?

বিরাট বিদেশ সফরে তাঁর খাবারের চাহিদা মেটানোর উপায় খুঁজে নিয়েছেন। কোহলি দুবাইয়ের স্থানীয় এক টিম ম্যানেজারের সঙ্গে কথা বলে নিয়েছেন তাঁর খাওয়াদাওয়ার বিষয়ে। এরপর সেই ম্যানেজার দুবাইয়ের এক জনপ্রিয় রেস্তোরাঁ থেকে ফুড প্যাকেট এনে দিচ্ছেন কোহলিকে। কোহলিকে চলার পথেও বক্স থেকে খাবার খেয়ে নিচ্ছেন।   

4/5

ভেগান কোহলি এখন চিকেনে!

Did Virat Kohli Eat Chicken

ভারত-বাংলাদেশের খেলার আগে কোহলিকে দেখা গিয়েছে ফুড বক্স থেকে কিছু খেতে, যা দেখে নেটপাড়ার অনেকেই মনে করেছেন যে, কোহলি হয়তো চিকেনে ডুবেছেন। কিন্তু তিনি তো বহু বছর ভেগান। তাহলে চিকেন কেন খাচ্ছেন! ঘটনাচক্রে কোহলি চিকেন খাননি, তিনি ভেগানই আছেন। তিনি ভেজ সিক কাবাব খাচ্ছিলেন বলেই মনে করা হচ্ছে।   

5/5

ভেগান বনাম ভেজেটেরিয়ান

Vegan vs Vegetarian

অনেকের কাছেই ভেগানের সঙ্গে ভেজেটেরিয়ানের ফারাক স্পষ্ট নয়। এই দুই দলের একটিই মিল-তারা কেউ মাছ-মাংস ছুঁয়ে দেখে না। ভেগান কিন্তু ভেজেটেরিয়ানেরই আরও কঠিন সংস্করণ। ভেগানরা দুগ্ধজাত পণ্য, ডিম, মধু, চামড়াজাত পণ্য, পশম এবং রেশমের মতো জিনিস এড়িয়ে চলে।