Vishnu Idol Recovered: ক্লাস নাইনের ২ ছাত্রীর হাত ধরেই উঠে এলেন ভগবান শ্রীবিষ্ণু! হাজার হাজার বছর আগে...

Jan 22, 2025, 14:18 PM IST
1/5

ব্যান্ডেল

ব্যান্ডেল

ব্যান্ডেল বিক্রমনগর হরনাথ নীরদা সুন্দরী ঘোষ উচ্চ বিদ্যালয় থেকে উদ্ধার হল গুপ্তযুগ পরবর্তী সময়ের বিষ্ণু মূর্তি। বেলে পাথরের ওই বিষ্ণুমূর্তি বিপুল দামি জানাল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।-তথ্য ও ছবি-বিধান সরকার

2/5

মাটির নীচ থেকে উদ্ধার

মাটির নীচ থেকে উদ্ধার

গত ১৭ জানুয়ারি স্কুলের ভিতর সাইকেল স্ট্যান্ড বানানোর জন্য মাটি খোঁড়া হয়। সেই মাটি এক মাঠের কোণে জড়ো করা ছিল। ক্লাস নাইনের দুই ছাত্রী জ্যোতি মণ্ডল ও মোহিনী সরকার খেলার সময় মূর্তিটি দেখতে পায়। -তথ্য ও ছবি-বিধান সরকার  

3/5

চমকে গেলেন শিক্ষকরা

চমকে গেলেন শিক্ষকরা

স্কুলের ভূগোলের শিক্ষিকা সংঘমিত্রা পালিত ও ইংরেজি শিক্ষিকা করুণা চট্টোপাধ্যায়ের কাছে নিয়ে যায় ওই ২ ছাত্রী। শিক্ষিকারা বুঝতে পারেন মূর্তি দুটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। -তথ্য ও ছবি-বিধান সরকার

4/5

মূর্তি রাখা হল ভল্টে

মূর্তি রাখা হল ভল্টে

স্কুলের প্রধান শিক্ষক সৈকত দাস বলেন, একটা ঐতিহাসিক নিদর্শন আমাদের স্কুল থেকে উদ্ধার হয়েছে। স্কুলের ইতিহাসের শিক্ষক বিশ্বরূপ দে পুরাতাত্ত্ব নিয়ে চর্চা করেন।তিনি গুগল ঘেঁটে দেখেন এই মূর্তি গুপ্ত যুগের হতে পারে।তার কথা মত আমরা ভারতীয় পুরাতাত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করি। ছবি পাঠাই। তারা দেখে জানান, এর ঐতিহাসিক মূল্য অনেক। খুব গোপনীয়তার সঙ্গে একে রক্ষা করতে হবে। স্কুল কর্তৃপক্ষ মূর্তি স্কুলে রাখার ঝুঁকি নিতে পারেননি। মূর্তি সেফ ভল্টে রাখা হয়। -তথ্য ও ছবি-বিধান সরকার  

5/5

আইএসআই

আইএসআই

ভারতীয় পুরাতাত্ত্ব বিভাগ কলকাতা দপ্তর থেকে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট আর্কিওলজি(কলকাতা সর্কেল) ডঃ সঞ্জয় পন্ডা ও প্রদীপ কর হরনাথ স্কুলে আসেন। মূর্তি খুঁটিয়ে পরীক্ষা করেন। যে জায়গা থেকে মূর্তি উদ্ধার হয়েছে সেই জায়গা ঘুরে দেখেন। আর্কিওলজিস্ট বলেন, এটা প্রায় হাজার বছর আগের মূর্তি হতে পারে। দাঁড়িয়ে থাকা একটি বিষ্ণুর মূর্তি। এক সময় গঙ্গার গতিপথ এই এলাকা দিয়ে ছিল। এরকম অনেক মূর্তি ২৪ পরগনাতে পাওয়া গেছে। এই মূর্তি নিয়ে গিয়ে মিলিয়ে দেখা হবে। গবেষণা করা হবে। তারপর মূর্তির সময়কাল জানা যাবে। -তথ্য ও ছবি-বিধান সরকার