উন্নয়নের রাজনীতি জানেই না ওরা, ৬০ বছর ধরে ভোটব্যাঙ্কের রাজনীতি করছে কংগ্রেস

Oct 06, 2018, 16:24 PM IST
1/6

s 6

s 6

শনিবার বেলা বারোটা নাগাদ দেশের ৪ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার কথা ছিল নির্বাচন কমিশনের। তার আগেই রাজস্থানে ভোটের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের রাজস্থান গৌরব যাত্রায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসকে তীব্র নিশানা করেন মোদী।

2/6

S 5

S 5

আজমেরে বক্তব্য রাখতে গিয়ে ভোটব্যাঙ্কের রাজনীতির করার জন্য কংগ্রসের কাঠগড়ায় তোলেন প্রধানমন্ত্রী। সবকা সাথ সবকা বিকাশ স্লোগানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভোটব্যাঙ্কের রাজনীতি এখন শুধু ভোটের মধ্যেই সীমাবদ্ধা নেই। বরং ভোটব্যাঙ্কের রাজনীতি গোটা ব্যবস্থাকেই ধ্বংস করে দিয়েছে।

3/6

S 4

S 4

গত ৬০ বছর ধরে কংগ্রেস ভোটব্যাঙ্কের রাজনীতি করেছে। উন্নয়ণের রাজনীতি কংগ্রেস কখনওই করেনি।

4/6

S 3

S 3

যে দল ভোটব্যাঙ্কের রাজনীতি করে ক্ষমতায় আসে তারা আমলাদেরও ভাগ করে ফেলে।

5/6

S 2

S 2

সুস্থ্য গণতন্ত্রে একটি শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন। কিন্তু আমরা গত ৬০ বছর ধরে এমনকিছু লোককে পেয়েছি যারা উন্নয়মুখী সরকার গঠনে শুধুমাত্র ব্যর্থই নয় বিরোধী হিসেবেও ব্যর্থ।

6/6

s 1

s 1

দেশে বোধহয় এমন কোনও মানুষ নেই যিনি সার্জিক্যাল স্ট্রাইক কিংবা জওয়াদের জন্য গর্বিত নন। কিন্তু কংগ্রেসকে দেখুন, ওয়া জওয়ানদের উপহাস করে।