দেবারতি ঘোষ: আর মাত্র ৩ দিনের অপেক্ষা। শেষবেলায় ২১ জুলাইয়ের শহিদ সমাবেশের প্রচার চমক। কলকাতায় চিনা ভাষায় দেওয়াল লিখন! কোথায়? ট্যাংরায়।
2/6
২০২০ আর ২০২১। করোনা সংক্রমণের কারণে ধর্মতলায় প্রকাশ্যে শহিদ সমাবেশ হয়নি তৃণমূলের।
photos
TRENDING NOW
3/6
পরপর ২ বছর ২১ জুলাই দলের কর্মী-সমর্থকের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তৃতা দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
4/6
এবছর ২১ জুলাই ফের শহিদ সমাবেশ অনুষ্ঠিত চলেছে ধর্মতলায়। রাজ্য়জুড়ে প্রচার চলছে জোরকদমে।
5/6
ভিন রাজ্যেও যখন জায়ান্ট স্ক্রিনে একুশের জুলাইয়ের সমাবেশ দেখানোর ব্যবস্থা করা হচ্ছে, তখন কলকাতার ট্যাংরায় চিনা ভাষায় দেওয়াল লিখলেন তৃণমূলকর্মীরা।
6/6
এদিকে রাজ্যে ফের বাড়ছে কোভিড। ১ জুলাইয়ের সভার 'ভার্চুয়াল' করার দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। মামলাকারীর দাবি, যদি একান্ত ভার্চুয়াল করা না যায়, সেক্ষেত্রে অন্তত বিধি মেনে সভার করার নির্দেশ দেওয়া হোক।