সংযুক্ত মোর্চার প্রচারে গব্বর সিং, রাহুল, মোগাম্বো-রা!

Apr 04, 2021, 21:43 PM IST
1/9

 ২০২১-এর নির্বাচনে বিজেপি, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় তারকার মেলা। শুধু তারকা প্রার্থীই নয়, যাঁরা প্রার্থী হননি, এমন বহু তারকাকে দিয়ে ভোটের প্রচার চালাচ্ছে TMC ও BJP নেতৃত্ব।  বিজেপির হয়ে ভোট প্রচার করছেন মিঠুন চক্রবর্তী। অন্যদিকে আবার তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট প্রচার করতে রাজ্যে এসেছেন জয়া বচ্চন। তখন বামেরাই বা পিছিয়ে থাকে কেন! সংযুক্ত মোর্চার হয়ে ভোট প্রচারে এবার শাহরুখ, অমরেশ পুরী, আমজাদ খান, সানি দেওলরা! তবে একটু অন্যভাবে।  

2/9

নাহ, বাস্তবে নয়, ফিল্মি তারকাদের রিলের ডায়ালগকেই রিয়েলের সঙ্গে মিলিয়ে ভোট প্রচার শুরু করেছে সংযুক্ত মোর্চা। শাহরুখের ছবি লাগিয়ে তাঁর 'চেন্নাই এক্সপ্রেসের ছবির সেই বিখ্যাত , ''ডোন্ট আন্ডার এস্টিমেট দা পাওয়ার অফ কমন ম্যান'' ডায়ালগটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ বলতে চাওয়া হয়েছে জনগণের ক্ষমতাকে ছোট করবেন না।

3/9

১৯৭৫-এ মুক্তি পাওয়া 'শোলে' ছবির সেই বিখ্যাত ডায়ালগ। গব্বর সিং (আমজাদ খান) যখন মার খেয়ে ফেরা তাঁর সঙ্গীদের জিজ্ঞেস করেছিলেন 'কিতনে আদমি থে?' উত্তরে গব্বরের দলের সদস্যরা জানিয়েছিলেন 'দো আদমি'। সেই ফিল্মি ডায়ালগকেই আমজাদ খানের ছবির সঙ্গে ব্যবহার করেছে সংযুক্ত মোর্চা। 

4/9

সংযুক্ত মোর্চার ভোটের প্রচারে উঠে এসেছে ১৯৭৪-এ মুক্তি পাওয়া শত্রুঘ্ন সিনহার 'বদলা' ছবির সেই বিখ্যাত ডায়ালগ 'খামোশ'। সঙ্গে শত্রুঘ্ন সিনহার ছবি। 

5/9

সংযুক্ত মোর্চার প্রচারে উঠে এসেছে 'শোলে' ছবির গব্বর সিং-এর আরও এক বিখ্যাত ডায়ালগ, 'ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর'। সংযুক্ত মোর্চার প্রচার পোস্টারে দাবি করা হয়েছে, '' মোদী সরকার পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়িয়ে হাতের বদলে জনতার পকেট কাটছে।''

6/9

পরের পোস্টারেই আবারও ফিরেছেন শাহরুখ। তাঁর দিলওয়ালে 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবির সেই জনপ্রিয় ডায়ালগ, ''রাজ আগর ইয়ে তুঝে প্যায়ার করতি হ্য়ায় তো পলট কর দেখেগি''। যেটা ছবিতে রাজ সিমরনের উদ্দেশ্যে বলেছিলেন, সেটা সংযুক্ত মোর্চার তরফে TMC-BJP-র প্রার্থীদের আক্রমণ করতে ব্যবহার করা হয়েছে। 

7/9

সংযুক্ত মোর্চার পোস্টারে এসেছে 'মিস্টার ইন্ডিয়া' ছবির অমরেশ পুরীর ডায়ালগ  'মোগাম্বো খুশ হুয়া!' এখানে বড় বড় শিল্পপতি, চিটফান্ডের মালিকদের 'মোগাম্বো' বলে সংযুক্ত মোর্চার তরফে কটাক্ষ করা হয়েছে। 

8/9

TMC & BJP-কে আক্রমণ করে সংযুক্ত মোর্চার পোস্টারে উঠে এসেছে শাহরুখের 'ওম শান্তি ওম'-এর ডায়ালগ 'পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত'।

9/9

সংযুক্ত মোর্চার পোস্টেরে উঠে এসেছেন সানি দেওল-ও। তাঁর ১৯৯৩ সালের সেই বিখ্যাত ছবি 'দামিনী'র ডায়ালগ তারিখ পর ''তারিখ, তারিখ পর তারিখ মিলতি আয়ি হ্যায়, লেকিন ইনসাফ নেহি মিলা।''