WB Assembly Election 2021: লড়াই শেষ, মৃত্যু হল নিমতাকাণ্ডে আক্রান্ত বৃদ্ধার

Mar 29, 2021, 10:08 AM IST
1/5

দীর্ঘ একমাসের লড়াই-এ অবশেষে হেরে গেলেন নিমতার পাটনা ঠাকুরতলার আশি বছরের বৃদ্ধা শোভা রানী মজুমদার। গত ২৭ ফেব্রুয়ারি আক্রান্ত হন শোভা রানী মজুমদার।   

2/5

জানা যা, উত্তর দমদম বিধানসভার নিমতার (Nimta) ৬ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী গোপাল মজুমদার (Gopal Majumdar) বাড়িতে ঢুকে তাঁর ৮৫ বছরের বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। গোপালেরও শারীরিক সমস্যা রয়েছে। পরিজনরা জানিয়েছিলেন, 'বেশ কয়েকজন ঢুকে পড়েছিল বাড়িতে। এলোপাথাড়ি মারতে শুরু করে। গোপালের  বৃদ্ধা মা শুভা মজুমদার (Subha Majumdar) জানান, 'তৃণমূলের লোকজন ছেলেকে মারধর করেছে। আমাকেও মেরেছে ওরা।'  

3/5

তার সারা মুখে আক্রান্ত ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়। স্বরাষ্ট্রমন্ত্রীও টুইট করেন। এরপর ১মার্চ তাকে দেখতে আসেন শুভেন্দু অধিকারী ও অর্জুন সিং তারপর বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করানো হ।   

4/5

এরপর চার দিন আগে বৃদ্ধাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। আজ ভোর রাতে তার মৃত্যু হয়।এই মুহূর্তে গোপাল মজুমদারের বাড়িতে গিয়েছেন দমদম উত্তরের বিজেপি প্রার্থী ডাক্তার অর্চনা মজুমদার। তিনি বৃদ্ধাকে শেষ শ্রদ্ধা জানালেন তিনি।  

5/5

নিমতায় (Nimta) ৮৫ বছরের বৃদ্ধাকে মারধরের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় বারাকপুর সিটি পুলিস (Barrackpore City Police)। অভিযুক্তরা সকলেই আদালতে আত্মসমর্পণ করেছে। ঘটনায় দলীয় যোগের কথা অস্বীকার করে তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) টুইটে দাবি করেছেন, ঘটনাটি পারিবারিক বিবাদের জের।