Weather Today: অব্যাহত শীতের ইনিংস, আরও নামবে পারদ
এই বছর রাজ্যে শীত দীর্ঘস্থায়ী ইনিংস খেলবে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস
রাজ্য জুড়ে অব্যাহত শীতের ব্যাটিং। বুধবার হেরফের হলনা কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার। ১৪.২ ডিগ্রি তেয় রয়েছে তাপমাত্রার পারদ। স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম এই তাপমাত্রা। আগামি ৪৮ ঘন্টায় তাপমাত্রায় কোনও হেরফেরের সম্ভাবনা নেই। পারদ নামার পূর্বাভাস রয়েছে আগামি শনিবার থেকে।
এই বছর রাজ্যে শীত দীর্ঘস্থায়ী ইনিংস খেলবে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া অফিসের দেওয়া আগের তথ্যেই জানা গেছে যে শনিবার পর্যন্ত আবহাওয়ার বিশেষ তারতম্য হবে না এবং আগামি শনিবার থেকে পারদের পতন হবে বলেই জানিয়েছে তারা।
এরফলে এই বছরের বাকি কিছুদিন, শহরবাসী স্থায়ি শীতের আমেজ পাবে বলে জানা যাচ্ছে। যদিও কতদিন শীতের এই ইনিংস চলবে তা এখনই বলা সম্ভব নয়। কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অন্তত মকর সঙ্ক্রান্তি পর্যন্ত শীতের এই আমেজ বজায় থাকবে।
সর্বোচ্চ তাপমাত্রা
![সর্বোচ্চ তাপমাত্রা temperature](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/12/15/357873-weather-4.jpg)
TRENDING NOW
উত্তরবঙ্গ
![উত্তরবঙ্গ North Bengal](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/12/15/357870-weather-5.jpg)
দক্ষিনবঙ্গ
![দক্ষিনবঙ্গ South Bengal](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/12/15/357869-kolkata-winter-5.jpg)