"আমরাই এই দৌড়ে জিতছি", জয়ীর মতোই ঘোষণা জো বাইডেনের
Nov 07, 2020, 15:55 PM IST
1/7
জয়ের দামামা বাজতে শুরু করেছে ইতিমধ্যে। আর মাত্র কয়েক ইঞ্চির ব্যবধান। আমেরিকার প্রেসিডেন্ট পদের অনেক কাছে ডেমোক্র্যাট চ্যালেঞ্জার জো বাইডেন।
2/7
সরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি ঠিকই, কিন্তু, আপাতত দৃষ্টিতে ফলাফল ও বাইডেনের ঘোষণা জানান দিচ্ছে , গদি পাল্টাচ্ছে। তারাই জিতছে।
photos
TRENDING NOW
3/7
জয়ের পালক মুকুটে লাগার আগেই বুক চিতিয়ে শনিবার সকালে জো বাইডন বলেন, ‘‘আমার সহ-নাগরিকরা, জয়ের চূড়ান্ত ঘোষণা এখনও হয়নি বটে। তবে সংখ্যা স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য কথা বলছে। আমরাই এই দৌড়ে জিতছি।’’
4/7
গতকাল থেকে পেনসিলভেনিয়া ও জর্জিয়ার ভোট ব্যাঙ্ক নিয়ে চিন্তা থাকলেও, দিন গড়াতে সেই ফলাফলও জানিয়ে দিল পাল্লা ভারী বাইডেনের। পেনসিলভেনিয়ায় ২০ হাজারের বেশি ও জর্জিয়া ৪ হাজারেরও বেশি ভোটে এগিয়ে বাইডেন।
5/7
অন্যদিকে, অ্যারিজোনা এবং নেভাদায়তেও অনেক সংখ্যায় পিছিয়ে দিয়েছে ট্রাম্পকে।
6/7
জর্জিয়া ও পেনসিনভেনিয়ার আসন পেয়ে গেলে প্রেসিডেন্ট পদ হাতের মুঠোয় চলে আসবে বাইডেনের।
7/7
ইতিমধ্যে মার্কিন মুলুকে ডেমোক্র্যাট চ্যালেঞ্জার সমর্থকরা উচ্ছাসে মেতেছে।