Bengal Weather: বঙ্গে প্রবেশ করেও 'আটকে' মৌসুমী বায়ু, তীব্র তাপদাহে আর কতদিন পুড়বে বাংলা?
Jun 16, 2023, 17:51 PM IST
1/5
বাংলার আবহাওয়া
গরমে হাঁসফাঁস বাংলার জীবন। প্রাক মৌসুমী এতো দীর্ঘমেয়াদি তাপপ্রবাহ কিছুটা বেনজির। এখানে আগত মৌসুমী বায়ু মালদায় প্রায় গত ৭২ ঘন্টা ধরে আটকে রয়েছে। অনুকুল পরিস্থিতি পেয়ে ১৯ তারিখ অর্থাৎ সোমবার থেকে সে সরতে শুরু করবে।
2/5
বাংলার আবহাওয়া
২১ এর মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ নিয়ে আশার বাণী আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণে ১৬ বা ১৭ অত্যন্ত কম বৃষ্টির সম্ভাবনা। ১৮ থেকে ২০ দক্ষিণে বিক্ষিপ্তভাবে বৃষ্টির প্রবণতা বাড়বে।
photos
TRENDING NOW
3/5
বাংলার আবহাওয়া
আগামি রবিবার পর্যন্ত পশ্চিমাঞ্চলের জেলায় তাপপ্রবাহ বহাল। তারপর সার্বিকভাবে তাপমাত্রা কিছুটা কমবে। ১৯ এর পর কলকাতার তাপমাত্রা কমবে।
4/5
বাংলার আবহাওয়া
উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি। ১৯ থেকে ২১ এর মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ। তাই এই সময়ের মধ্যেই দক্ষিণের মানুষের কাছে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার অত্যন্ত উজ্বল সম্ভাবনা রয়েছে।
5/5
বাংলার আবহাওয়া
তবে পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ল্যান্ড স্লাইড হওয়ার সম্ভাবনা থাকছে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।