1/6
s 6
গঙ্গা দূষণ, বায়ুদূষণ, জলদূষণ, প্ল্যাস্টিক দূষণ নিয়ে ন্যাশনাল গ্ৰিন ট্রাইব্যুনালের গাইডলাইন মেনে কাজ হচ্ছে না রাজ্যে। আর সেই কারণেই রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে ডেকে পাঠালো ন্যাশনাল গ্ৰিন ট্রাইব্যুনাল। ১৭ জানুয়ারি ট্রাইব্যুনালে গিয়ে দূষণ রোধে কি কি কাজ হয়েছে জানিয়ে আসবেন মুখ্যসচিব। এর জন্য কালই দিল্লি যাচ্ছেন রাজীব সিনহা।
2/6
S 5
এর আগে ন্যাশনাল গ্ৰিন ট্রাইব্যুনাল সব রাজ্যকে একটি গাইড লাইন পাঠিয়ে ছিল। সেখানে বলা ছিল কিভাবে গঙ্গা দূষণ বন্ধ করা হবে। জলদূষণ, বায়ুদূষণ আটকাতে কি করতে হবে। রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা গাইড লাইন মানছে না। গঙ্গার দূষণ দিন দিন বেড়েই চলেছে। বিভিন্ন পুরসভা তাদের বর্জ্য গঙ্গায় ফেলছে। গঙ্গার পাড়ের সৌন্দর্যায়ন হয়নি। অথচ কেন্দ্র সরকারের ফান্ড এসেছে রাজ্যে।
photos
TRENDING NOW
3/6
S 4
4/6
S 3
5/6
S 2
6/6
s 1
photos