কবে পাকাপাকি ভাবে বিদায় নিচ্ছে করোনা অতিমারি? অবেশেষ পরিষ্কার করে জানিয়েই দিল WHO...
WHO:করোনা অনেক কমে এসেছে ঠিকই। কিন্তু করোনা নিয়ে আতঙ্ক রয়েছে। এখনও করোনামৃত্যু জারি রয়েছে। ছড়িয়ে চলেছে করোনা সংক্রমণও। টিকাকরণও হয়েছে। তবে তার পরেও সংক্রমণ থামছে না। ফলে, কবে করোনা শেষ হবে এবং তা আদৌ কোনও দিন শেষ হবে কিনা-- তা জানতে সকলেই আগ্রহী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করোনা অনেক কমে এসেছে ঠিকই। কিন্তু করোনা নিয়ে আতঙ্ক রয়েছে। এখনও করোনামৃত্যু জারি রয়েছে। ছড়িয়ে চলেছে করোনা সংক্রমণও। টিকাকরণও হয়েছে। তবে তার পরেও সংক্রমণ থামছে না। ফলে, কবে করোনা শেষ হবে এবং তা আদৌ কোনও দিন শেষ হবে কিনা-- তা জানতে সকলেই আগ্রহী। আগ্রহী হলে কী হবে, এ নিয়ে এতদিন কোনও কিছুই জানা যাচ্ছিল না। কেননা, এই ভাবে তো ঠিক বলা যায় না, কবে কোনও একটি ভাইরাসের সংক্রমণ শেষ হবে। কিন্তু সমস্ত আশঙ্কার মুখে জল ঢেলে হু অবশেষে জানিয়ে দিল, কবে শেষ হতে চলেছে করোনা-সংক্রমণের যুগ।