Depression: কোথায় অবস্থান করছে নিম্নচাপ? কতদিন চলবে দুর্যোগ?

Oct 04, 2023, 18:20 PM IST
1/10

নিম্নচাপে দুর্যোগ!

Depression Rain

সন্দীপ প্রামাণিক: ঝাড়খন্ডের উপর থেকে সরে এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে দক্ষিণবঙ্গ সংলগ্ন এলাকায়। খুবই ধীরে ধীরে সরছে সিস্টেমটি।   

2/10

নিম্নচাপে দুর্যোগ!

Depression Rain

আগামী ৪৮ ঘণ্টায় একটু দুর্বল হয়ে বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা। ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।   

3/10

নিম্নচাপে দুর্যোগ!

Depression Rain

আগামিকাল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও কলকাতায়।    

4/10

নিম্নচাপে দুর্যোগ!

Depression Rain

আগামিকাল ৫ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে।   

5/10

নিম্নচাপে দুর্যোগ!

Depression Rain

উত্তরবঙ্গের ক্ষেত্রে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কোচবিহারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়িতে।   

6/10

নিম্নচাপে দুর্যোগ!

Depression Rain

ভারী বৃষ্টি হতে পারে মালদা, দক্ষিণ দিনাজপুরে, কোচবিহারে ও আলিপুরদুয়ারেও। বৃষ্টি হতে পারে ২০ সেন্টিমিটারের থেকেও বেশি ।   

7/10

নিম্নচাপে দুর্যোগ!

Depression Rain

৬ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। পাহাড়ের কিছু কিছু জায়গায় ভূমিধসেরও আশঙ্কা রয়েছে।   

8/10

নিম্নচাপে দুর্যোগ!

Depression Rain

লাল সর্তকতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। কমলা সতর্কতা রয়েছে কালিম্পংয়ে।   

9/10

নিম্নচাপে দুর্যোগ!

Depression Rain

৬ তারিখ দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া উন্নতি করতে শুরু করবে। ৭ তারিখ থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে।  

10/10

নিম্নচাপে দুর্যোগ!

Depression Rain

উত্তরে প্রবল বৃষ্টির জেরে ইতিমধ্যেই সিকিমে তিস্তায় হড়পা বান নেমেছে। যারফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে উত্তরবঙ্গে।