Richest US Presidents: আমেরিকার সবচেয়ে ধনী প্রেসিডেন্ট কারা? তাঁদের সম্পত্তির পরিমাণ জানেন?

US Presidents: আমেরিকার ইতিহাসে সবচেয়ে সম্পদশালী  প্রেসিডেন্টের তালিকায় কারা আছেন এবং এখনই বা কে থিওডর রুজভেল্ট থেকে ডোনাল্ড ট্রাম্প। জেনে নিন এদের সম্পত্তির পরিমাণ সম্পর্কে..

Jan 21, 2025, 18:11 PM IST
1/10

ডোনাল্ড ট্রাম্প

প্রথমেই যার নাম আসে তিনি হলেন, ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন। আবারও আমেরিকার ৪৭তম রাষ্ট্রপতি হিসেবে গত সোমবার শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের স্বনামধন্য আবাসন ব্যবসায়ী। পরিবারিক ব্যবসা থেকেই প্রচুর সম্পদের মালিক হয়েছেন তিনি। তাঁর মোট সম্পদের পরিমাণ ৩৭০ কোটি ডলার। যদিও ফোর্বসের হিসাবে, ২০২৪ সালের নভেম্বরে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের নিট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫৫০ কোটি ডলারে।  

2/10

জর্জ ওয়াশিংটন

প্রথম মার্কিন রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন (George Washington)। ১৭৮৯ সাল থেকে ১৭৯৭ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল ৭০ কোটি ৮৫ লাখ ডলার। ইতিহাসবিদ ডগলাস ব্রিঙ্কলে বলেন, 'আমাদের প্রথম ধনী রাষ্ট্রপতি ছিলেন। বিপুল পরিমাণ জমির মালিক ছিলেন তিনি।'

3/10

টমাস জেফারসন

টমাস জেফারসন (Thomas Jefferson) আমেরিকার তৃতীয় রাষ্ট্রপতি। ১৮০১ সাল থেকে ১৮০৯ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। উত্তরাধিকারসূত্রে বিপুল সম্পদের মালিক হন এই প্রেসিডেন্ট। জেফারসনের মোট সম্পদের পরিমাণ ছিল ২৮ কোটি ৫৮ লাখ ডলার।

4/10

জেমস মেডিসন

আমেরিকার সংবিধানের জনক অর্থাত্‍ জেমস ম্যাডিসন (James Madison) ছিলেন মার্কিন আমেরিকার চতুর্থ রাষ্ট্রপতি। ১৮০৯ থেকে ১৮১৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতির ক্ষমতায় ছিলেন। তিনি সম্পদশালী কৃষক পরিবারের সন্তান। জেমস মেডিসনের সম্পদের পরিমাণ ছিল ১৩ কোটি ৬৭ লাখ ডলার।

5/10

অ্যান্ড্রু জ্যাকসন

আমেরিকার সপ্তম রাষ্ট্রপতি অ্যান্ড্রু জ্যাকসন (Andrew Jackson)। ১৮২৯ সাল থেকে ১৮৩৭ সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ছিলেন জ্যাকসন।ইনি একজন সম্পদশালী কৃষিবিদ ছিলেন। ১৭৯০ সালের মাঝামাঝি তিনি রাজনীতিতে প্রবেশ করেন। অ্যান্ড্রু জ্যাকসনের মোট সম্পদের পরিমাণ ১৬ কোটিরও বেশি।

6/10

হার্বার্ট হুভার

আমেরিকার ৩১তম রাষ্ট্রপতি ছিলেন হার্বার্ট হুভার (Herbert Hoover)। ১৯৬৩ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত হোয়াইট হাউসে ছিলেন তিনি। তাঁর সম্পদের পরিমাণ ১০ কোটি ডলার ছাড়িয়ে যায়।

7/10

থিওডর রুজভেল্ট

 নিউইয়র্কের একটি ধনী পরিবারের সন্তান  রুজভেল্ট (Theodore Roosevelt)। তিনি আমেরিকার ২৬তম রাষ্ট্রপতি। ১৯০১ সাল থেকে ১৯০৯ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। থিওডর রুজভেল্টের মোট সম্পদ ছিল ১৬ কোটি ৮৬ লাখ ডলার।

8/10

জন এফ কেনেডি

জন এফ কেনেডি (John F. Kennedy) ছিলেন, আমেরিকার ৩৫ তম রাষ্ট্রপতি। ১৯৬১ সাল থেকে ১৯৬৩ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ছিলেন। কেনেডির মোট সম্পদের পরিমাণ ছিল ১৩০ কোটি মার্কিন ডলার। যদিও মার্কিনের এক ইতিহাসবিদ ডগলাস ব্রিঙ্কলে জানিয়েছেন, জন এফ কেনেডি তাঁর সম্পদের বেশির ভাগ ধনী বাবার কাছে থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন।

9/10

লিন্ডন বি. জনসন

 লিন্ডন বি জনসন (Lyndon B. Johnson) আমেরিকার ৩৬তম রাষ্ট্রপতি, ১৯৬৩ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তাঁর সম্পদের পরিমাণ ছিল ১৩ কোটি ১৯ লাখ ডলার। ইতিহাসবিদেরা বলেন, 'রাষ্ট্রপতি জনসনের সম্পদের বড় অংশ এসেছিল স্ত্রী লেডি বার্ড জনসনের পরিবার থেকে। তাঁর পরিবার একটি টিভি এবং একটি রেডিও চ্যানেলের মালিক ছিল।'

10/10

বিল ক্লিনটন

আমেরিকার  ৪২তম  রাষ্ট্রপতি ছিলেন  বিল ক্লিনটন (Bill Clinton)। ১৯৯৩ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। তাঁর সম্পদের পরিমাণ ৯ কোটি ১৬ লাখ।