China: রেজিগনেশন লেটার পাঠিয়ে দিল বিড়াল, চাকরি গেল ওর মালিকের...

Pet-Human Bond: কীভাবে খাওয়াবেন প্রাণের ৯ বিড়ালকে। এই ভেবেই চাকরি থেকে ইস্তফা দিতে পারছেন না তরুণী। হঠাত্ই এক বিড়ালের কীর্তিতে ঘটে গেল অঘটন।

Jan 21, 2025, 17:26 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাকরিতে আর মন বসছে না। তাই বসকে পাঠাবে পদত্যাপ পত্র। ঘরে বসে লিখে ফেলে সেই চিঠি। কিন্তু পাঠাতে গিয়েও দুপা পিছিয়ে গেলেন ২৫ বছরের তরুণী।

2/6

আর্থিক পরিস্থিতির কথা ভেবেই তিনি চিঠি লিখেও পাঠাতে পারেননি তিনি। তরুণীর বাড়িতে আছে নয়টি বিড়াল। কীভাবে তাদের খাওয়াবে এই ভেবেই চাকরি থেকে বেরিয়ে আসতে পারছেন না।  

3/6

আচমকাই তাঁর প্রিয় বিড়ালের মধ্যে একজন ল্যাপটপের উপর ঝাঁপিয়ে পড়ে। এবং এন্টার বোতাম টিপে ইমেলটি চলে যায় সিধে বসের কাছে।

4/6

তত্‍ক্ষণাত্‍ ওই তরুণী বসের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তা সত্ত্বেও বস তাঁর উপর ক্ষেপে যান। তরুণীর বছরের শেষের বোনাস আটকে দেন।   

5/6

এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। অনেক নেটিজেনরাই বলে যে, তরুণীর বিড়ালটি হয়তো বসের। তাই সে বসের টাকা বাঁচিয়ে দিয়েছে।

6/6

ঘটনাটি ঘটে, চলতি বছরের ৫ জানুয়ারি। আরও জানা যায়, ওই তরুণী এখন অন্য় চাকরি খুঁজছে।